চেলসি যেন আর্সেন ওয়েঙ্গার ও ইয়ুর্গেন ক্লপকে এক বিন্দুতে মিলিয়েছে। ওয়েঙ্গার ও ক্লপ দুজনেই তাঁদের সহস্রতম ম্যাচ খেলেছেন চেলসির বিপক্ষে। গতকাল ওয়েঙ্গারকে পুরোনো ‘তিক্ত স্মৃতি’ মনে করিয়ে দিয়েছেন ক্লপ।
অ্যানফিল্ডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও চেলসি। যে ম্যাচটি ছিল কোচ হিসেবে ক্লপের সহস্রতম ম্যাচ। ৪ মিনিটে কাই হাভার্টজের গোলে চেলসি এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়। এরপর প্রাণপণে লড়াই করেও কেউই কোনো গোল করতে পারেনি। ম্যাচ ড্র হয় ০-০ গোলে।
গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে ক্লপ যেন ৯ বছর আগের স্টামফোর্ড ব্রিজে ফিরে গেলেন। স্টামফোর্ডে ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েঙ্গারের আর্সেনালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল হোসে মরিনহোর চেলসি। ওয়েঙ্গারকে পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়ে ক্লপ বলেন, ‘আমি শুনলাম আর্সেন ওয়েঙ্গার তার সহস্রতম ম্যাচ হেরেছিল ৬-০ গোলে। সত্যিই আমি খুব খুশি যে তেমনটা হয়নি।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি দুটো দলের পারফরম্যান্সই ছন্দহীন। ১৯ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে লিভারপুল। আর ২০ ম্যাচ খেলে চেলসিও পেয়েছে ২৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার ৮ নম্বরে অলরেডরা আর ১০ নম্বরে আছে ব্লুজরা। পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৫ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৭ পয়েন্ট পেয়েছে গানার্সরা।
চেলসি যেন আর্সেন ওয়েঙ্গার ও ইয়ুর্গেন ক্লপকে এক বিন্দুতে মিলিয়েছে। ওয়েঙ্গার ও ক্লপ দুজনেই তাঁদের সহস্রতম ম্যাচ খেলেছেন চেলসির বিপক্ষে। গতকাল ওয়েঙ্গারকে পুরোনো ‘তিক্ত স্মৃতি’ মনে করিয়ে দিয়েছেন ক্লপ।
অ্যানফিল্ডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও চেলসি। যে ম্যাচটি ছিল কোচ হিসেবে ক্লপের সহস্রতম ম্যাচ। ৪ মিনিটে কাই হাভার্টজের গোলে চেলসি এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়। এরপর প্রাণপণে লড়াই করেও কেউই কোনো গোল করতে পারেনি। ম্যাচ ড্র হয় ০-০ গোলে।
গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে ক্লপ যেন ৯ বছর আগের স্টামফোর্ড ব্রিজে ফিরে গেলেন। স্টামফোর্ডে ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েঙ্গারের আর্সেনালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল হোসে মরিনহোর চেলসি। ওয়েঙ্গারকে পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়ে ক্লপ বলেন, ‘আমি শুনলাম আর্সেন ওয়েঙ্গার তার সহস্রতম ম্যাচ হেরেছিল ৬-০ গোলে। সত্যিই আমি খুব খুশি যে তেমনটা হয়নি।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি দুটো দলের পারফরম্যান্সই ছন্দহীন। ১৯ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে ২৯ পয়েন্ট পেয়েছে লিভারপুল। আর ২০ ম্যাচ খেলে চেলসিও পেয়েছে ২৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার ৮ নম্বরে অলরেডরা আর ১০ নম্বরে আছে ব্লুজরা। পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৫ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৭ পয়েন্ট পেয়েছে গানার্সরা।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
৩ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৩৬ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে