দীর্ঘ অপেক্ষার পর এবারের মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। শুধু স্বপ্নপূরণই হয়নি, এর সঙ্গে ইতিহাসও গড়েছে তারা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের রেকর্ড গড়েছে তারা।
এমন দুর্দান্ত মৌসুম কাটানোর ফলস্বরূপ খেলোয়াড়দের বোনাসের প্রাপ্তি ঘটেছে। বাদ যাননি সিটির ট্রেবল জয়ের নেপথ্যের কারিগর পেপ গার্দিওলাও। তবে বোনাস হিসেবে পাওয়া অর্থটা নিজের পকেটে রাখেননি স্প্যানিশ কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার বোনাস সিটির কর্মীদের দিয়ে দিয়েছেন তিনি। এমন উদারতায় বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।
বোনাসের অঙ্কটা আবার কম নয়। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩৩ লাখ টাকা, যার সবটাই গার্দিওলা দিয়েছেন কর্মীদের। অঙ্কটা নির্দিষ্টভাবে জানা না গেলেও এমনই হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। সিটি কোচের এই উদারতা নতুন নয়, এর আগেও তিনি এমনটি করেছেন। সিটির নিরাপত্তাকর্মী থেকে শুরু করে অন্য প্রশাসনিক কর্মীরা গার্দিওলার বোনাসের ভাগ পান।
সিটির ট্রেবল জয়ের আনন্দ শেষে খুব দ্রুতই গার্দিওলাকে কাজে নামতে হবে। কেননা, এই অর্জন ধরে রাখতে হলে নতুন মৌসুমের জন্য আবার দল গোছানোর কাজ শুরু করতে হবে। মেইল অনলাইন জানিয়েছ, আনন্দের মাঝেই নাকি কাজও শুরু হয়েছে। দলের অধিনায়ক ইলকাই গুন্দোয়ানকে দিয়েই সেটা শুরু হয়েছে। বার্সেলোনায় তাঁর যাওয়া আটকাতে আগের থেকে বেশি অর্থের অফার দিয়েছে সিটি। সঙ্গে স্কোয়াড আরও শক্তিশালী করতে দলবদলে নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনাও করেছে সিটিজেনরা।
দীর্ঘ অপেক্ষার পর এবারের মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। শুধু স্বপ্নপূরণই হয়নি, এর সঙ্গে ইতিহাসও গড়েছে তারা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের রেকর্ড গড়েছে তারা।
এমন দুর্দান্ত মৌসুম কাটানোর ফলস্বরূপ খেলোয়াড়দের বোনাসের প্রাপ্তি ঘটেছে। বাদ যাননি সিটির ট্রেবল জয়ের নেপথ্যের কারিগর পেপ গার্দিওলাও। তবে বোনাস হিসেবে পাওয়া অর্থটা নিজের পকেটে রাখেননি স্প্যানিশ কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার বোনাস সিটির কর্মীদের দিয়ে দিয়েছেন তিনি। এমন উদারতায় বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।
বোনাসের অঙ্কটা আবার কম নয়। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩৩ লাখ টাকা, যার সবটাই গার্দিওলা দিয়েছেন কর্মীদের। অঙ্কটা নির্দিষ্টভাবে জানা না গেলেও এমনই হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। সিটি কোচের এই উদারতা নতুন নয়, এর আগেও তিনি এমনটি করেছেন। সিটির নিরাপত্তাকর্মী থেকে শুরু করে অন্য প্রশাসনিক কর্মীরা গার্দিওলার বোনাসের ভাগ পান।
সিটির ট্রেবল জয়ের আনন্দ শেষে খুব দ্রুতই গার্দিওলাকে কাজে নামতে হবে। কেননা, এই অর্জন ধরে রাখতে হলে নতুন মৌসুমের জন্য আবার দল গোছানোর কাজ শুরু করতে হবে। মেইল অনলাইন জানিয়েছ, আনন্দের মাঝেই নাকি কাজও শুরু হয়েছে। দলের অধিনায়ক ইলকাই গুন্দোয়ানকে দিয়েই সেটা শুরু হয়েছে। বার্সেলোনায় তাঁর যাওয়া আটকাতে আগের থেকে বেশি অর্থের অফার দিয়েছে সিটি। সঙ্গে স্কোয়াড আরও শক্তিশালী করতে দলবদলে নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনাও করেছে সিটিজেনরা।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৪ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে