ক্রীড়া ডেস্ক
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
অলিম্পিকের অন্তর্ভুক্ত নয়, এমন সব খেলাধুলা নিয়ে প্রতি চার বছর পর পর হয়ে থাকে ওয়ার্ল্ড গেমস। আয়োজন চীন এবং আন্তর্জাতিক ওরিয়েন্টিং ফেডারেশন এক যৌথ বিবৃতিতে জানায়, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর দেবের্তোলিসকে চীনের শীর্ষস্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে দ্রুত ভর্তি করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু সবচেয়ে প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান দেবের্তোলিস। তবে ঠিক কী কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি, তাঁর মৃত্যুর কারণই বা কী—সে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওরিয়েন্টিয়ারিং এমন এক ধরনের খেলা যেখানে অ্যাথলেটরা মানচিত্র ও কম্পাস ব্যবহার করে চিহ্নহীন রুটে নির্ধারিত পয়েন্টে পৌঁছান। যত দ্রুত সম্ভব পুরো পুরো রুট সম্পন্ন করার চেষ্টা করেন। চেংদুর কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে যখন ইভেন্টে অংশ নিয়েছিলেন প্রতিযোগীরা, তখন ছিল তীব্র গরম। আর্দ্রতাও ছিল। তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। পুরুষদের মাঝারি দূরত্বের ফাইনালে অংশ নেওয়ার সময়ই দেবের্তোলিস জ্ঞান হারান।
দেবের্তোলিসের ইভেন্টে জয়ী হয়েছেন সুইজারল্যান্ডের রিকার্দো রাঙ্কান। তিনি সময় নিয়েছেন ৪৫ মিনিট ২২ সেকেন্ড। ওয়ার্ল্ড গেমসের এটি ১২তম আসর। চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
অলিম্পিকের অন্তর্ভুক্ত নয়, এমন সব খেলাধুলা নিয়ে প্রতি চার বছর পর পর হয়ে থাকে ওয়ার্ল্ড গেমস। আয়োজন চীন এবং আন্তর্জাতিক ওরিয়েন্টিং ফেডারেশন এক যৌথ বিবৃতিতে জানায়, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর দেবের্তোলিসকে চীনের শীর্ষস্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে দ্রুত ভর্তি করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু সবচেয়ে প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান দেবের্তোলিস। তবে ঠিক কী কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি, তাঁর মৃত্যুর কারণই বা কী—সে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওরিয়েন্টিয়ারিং এমন এক ধরনের খেলা যেখানে অ্যাথলেটরা মানচিত্র ও কম্পাস ব্যবহার করে চিহ্নহীন রুটে নির্ধারিত পয়েন্টে পৌঁছান। যত দ্রুত সম্ভব পুরো পুরো রুট সম্পন্ন করার চেষ্টা করেন। চেংদুর কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে যখন ইভেন্টে অংশ নিয়েছিলেন প্রতিযোগীরা, তখন ছিল তীব্র গরম। আর্দ্রতাও ছিল। তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। পুরুষদের মাঝারি দূরত্বের ফাইনালে অংশ নেওয়ার সময়ই দেবের্তোলিস জ্ঞান হারান।
দেবের্তোলিসের ইভেন্টে জয়ী হয়েছেন সুইজারল্যান্ডের রিকার্দো রাঙ্কান। তিনি সময় নিয়েছেন ৪৫ মিনিট ২২ সেকেন্ড। ওয়ার্ল্ড গেমসের এটি ১২তম আসর। চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
নিজেদের শক্তিমত্তা দেখাও– দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ফুটবলারদের এমন বার্তাই দিয়ে রেখেছিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান মাস্টারমাইন্ডের সে কথা রেখেছে সেলেসাওরা। সন হিউং মিনদের ৫–০ গোলে বিধ্বস্ত করেছে ল্যাটিন আমেরিকান জায়ান্টরা।
১২ মিনিট আগেঅন্তিম মুহূর্তের গোলে হংকং ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। গতকাল এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ৪–৩ ব্যবধানে হারায় মূল পর্বে উঠার সম্ভাবনা কার্যত শেষ করেছে হাভিয়ের কাবরেরার দল। তবে এই হার থেকেও বাংলাদেশের প্রাপ্তি দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
৩১ মিনিট আগেরাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ (অনূর্ধ্ব-১৮) প্রতিযোগিতায় বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের জারিফ আবরার । দেশেকিংবা বিদেশের মাটিতে তো বটেই, রাজশাহীর গত ২৯টি আসরেও এর আগে বাংলাদেশের কেউ আইটিএফ চ্যাম্পিয়ন হতে পারেনি।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেটের ভবিষ্যত যাদের হাতে যশস্বী জয়শওয়াল তাদের মধ্যে অন্যতম। অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ধারাবাহিকভাবে রান করে এরই মধ্যে ভারতের টেস্ট দলের ভরসায় পরিণত হয়েছেন। এবার দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন জয়সওয়াল।
৩ ঘণ্টা আগে