নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভালো অ্যাথলেটে পরিণত করা।
গত ২৪ জুলাই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শেষ করে ক্রিকেটাররা পেয়েছে বিরতি। তার আগে টানা ৪০ দিনের দীর্ঘ সফরে ব্যস্ত ছিল দল। বিরতিতে বসে না থেকে কেলি কাজে লাগালেন এশিয়া কাপের ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের জন্য ফিটনেস প্রোগ্রাম সাজিয়ে। গত কয়েকদিনের মতো আজও সকাল সাতটা থেকেই নতুন উদ্যমে শুরু হলো ক্রিকেটারদের দৌড়ঝাপ।
ফিটনেস সেশন শেষে কেলি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সারা বছর ক্রিকেট খেলি। অন্য দেশগুলোর মতো বড় বিরতির সুযোগ আমাদের নেই। তাই সিরিজ শেষের এই ফাঁকা সময়টাই কাজে লাগাই। এবারও সেটাই করেছি।’
তিনি আরও যোগ করেন ‘বিরতিতে উন্নতির সুযোগ থাকে বেশি। কেউ টাইম ট্রায়ালে ভালো করতে পারেনি, কিন্তু জিম সেশনে দুর্দান্ত করেছে। ফিটনেস ক্যাম্প মানে শুধু পাস বা ফেল নয়; বরং কার কোথায় ঘাটতি, কে কেমন কাজ করলে উন্নতি করবে এসব চিহ্নিত করাই মূল লক্ষ্য। খেলোয়াড়দের ব্যক্তিগত শক্তি ও দুর্বলতা বুঝে তাদের জন্য আলাদা পরিকল্পনা করি।’
গত এক সপ্তাহের ক্যাম্পে এসেছে চোখে পড়ার মতো সাফল্য—টাইম ট্রায়ালে ১২ জনের ব্যক্তিগত সেরা, আর মোট ৫৬টি নতুন রেকর্ড। কেলির মতে, এটা প্রমাণ করে ক্রিকেটারদের ভেতরে চেষ্টা ও প্রতিযোগিতা দুটোই তীব্রভাবে আছে। বিশেষ করে নাহিদ রানার উদাহরণ টানলেন তিনি। বলেন, ‘নাহিদ খেলা না থাকলেও নিজে থেকেই ফিটনেসে কাজ করে। এটা অসাধারণ। আপনি যে খেলাতেই থাকুন, ভালো অ্যাথলেট হওয়াটা বাধ্যতামূলক। শীর্ষ দেশের ক্রিকেটারদের দেখুন—তারা ফিট, শক্তিশালী, শরীরের প্রতিটি অংশ অ্যাথলেটিক। আমাদেরও তেমন হতে হবে।’
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভালো অ্যাথলেটে পরিণত করা।
গত ২৪ জুলাই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শেষ করে ক্রিকেটাররা পেয়েছে বিরতি। তার আগে টানা ৪০ দিনের দীর্ঘ সফরে ব্যস্ত ছিল দল। বিরতিতে বসে না থেকে কেলি কাজে লাগালেন এশিয়া কাপের ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের জন্য ফিটনেস প্রোগ্রাম সাজিয়ে। গত কয়েকদিনের মতো আজও সকাল সাতটা থেকেই নতুন উদ্যমে শুরু হলো ক্রিকেটারদের দৌড়ঝাপ।
ফিটনেস সেশন শেষে কেলি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সারা বছর ক্রিকেট খেলি। অন্য দেশগুলোর মতো বড় বিরতির সুযোগ আমাদের নেই। তাই সিরিজ শেষের এই ফাঁকা সময়টাই কাজে লাগাই। এবারও সেটাই করেছি।’
তিনি আরও যোগ করেন ‘বিরতিতে উন্নতির সুযোগ থাকে বেশি। কেউ টাইম ট্রায়ালে ভালো করতে পারেনি, কিন্তু জিম সেশনে দুর্দান্ত করেছে। ফিটনেস ক্যাম্প মানে শুধু পাস বা ফেল নয়; বরং কার কোথায় ঘাটতি, কে কেমন কাজ করলে উন্নতি করবে এসব চিহ্নিত করাই মূল লক্ষ্য। খেলোয়াড়দের ব্যক্তিগত শক্তি ও দুর্বলতা বুঝে তাদের জন্য আলাদা পরিকল্পনা করি।’
গত এক সপ্তাহের ক্যাম্পে এসেছে চোখে পড়ার মতো সাফল্য—টাইম ট্রায়ালে ১২ জনের ব্যক্তিগত সেরা, আর মোট ৫৬টি নতুন রেকর্ড। কেলির মতে, এটা প্রমাণ করে ক্রিকেটারদের ভেতরে চেষ্টা ও প্রতিযোগিতা দুটোই তীব্রভাবে আছে। বিশেষ করে নাহিদ রানার উদাহরণ টানলেন তিনি। বলেন, ‘নাহিদ খেলা না থাকলেও নিজে থেকেই ফিটনেসে কাজ করে। এটা অসাধারণ। আপনি যে খেলাতেই থাকুন, ভালো অ্যাথলেট হওয়াটা বাধ্যতামূলক। শীর্ষ দেশের ক্রিকেটারদের দেখুন—তারা ফিট, শক্তিশালী, শরীরের প্রতিটি অংশ অ্যাথলেটিক। আমাদেরও তেমন হতে হবে।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে