মৌসুমের শুরুতে টানা তিন ম্যাচ হেরে অবনমন অঞ্চলে নেমে গিয়েছিল আর্সেনাল। সেই দুরবস্থা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। নর্থ লন্ডন ডার্বির লড়াইয়ে এবার আর্সেনাল হারাল প্রতিদ্বন্দ্বী টটেনহামকে। এমিরেটসে আর্সেনালের জয় ৩-১ গোলের ব্যবধানে।
টটেনহামের মৌসুমের শুরুটা হয়েছিল আর্সেনালের উল্টো ধারায়। প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতেছিল তারা। কিন্তু পথ হারিয়ে এখন পরের তিন ম্যাচের তিনটিতেই হারল স্পার্সরা। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি আর্সেনালের ৬০০ তম জয়। গানারদের চেয়ে বেশি জয় আছে শুধু চেলসি (৬০১) ও ম্যানচেস্টার ইউনাইটেডের (৬৯১)।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক আর্সেনাল। একের পর আক্রমণে কাঁপিয়ে দেয় টটেনহাম রক্ষণকে। ম্যাচের ১২ মিনিটে বুকায়ো সাকার সহায়তায় গোল করেন স্মিথ রাউয়ে। ২৭ মিনিটে সেই স্মিথের সহায়তাতেই ব্যবধান ২-০ করেন পিয়েরে এমেরিক অবামেয়াং। ৭ মিনিটে পর স্পার্স শিবিরকে স্তব্ধ করে ব্যবধান ৩-০ করেন সাকা। প্রথমার্ধের এই তিন গোলই টটেনহামকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহাম। তবে চেষ্টা করেও ১ টির বেশি ব্যবধান কমাতে পারেনি স্পার্সরা। ৭৯ মিনিটে ব্যবধান ৩-১ করেন সন হিয়ুং–মিন।
দুঃসময়ে বড় ম্যাচে জয়ের পর উচ্ছ্বসিত আর্সেনাল অধিনায়ক অবামেয়াং বলেন, ‘এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। সমর্থকেরা তাদের সবকিছু দিয়েছে। তারা পেছন থেকে উৎসাহ দিয়েছে। এটা দারুণ অনুভূতি, অবিশ্বাস্য।’
মৌসুমের শুরুতে টানা তিন ম্যাচ হেরে অবনমন অঞ্চলে নেমে গিয়েছিল আর্সেনাল। সেই দুরবস্থা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। নর্থ লন্ডন ডার্বির লড়াইয়ে এবার আর্সেনাল হারাল প্রতিদ্বন্দ্বী টটেনহামকে। এমিরেটসে আর্সেনালের জয় ৩-১ গোলের ব্যবধানে।
টটেনহামের মৌসুমের শুরুটা হয়েছিল আর্সেনালের উল্টো ধারায়। প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতেছিল তারা। কিন্তু পথ হারিয়ে এখন পরের তিন ম্যাচের তিনটিতেই হারল স্পার্সরা। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি আর্সেনালের ৬০০ তম জয়। গানারদের চেয়ে বেশি জয় আছে শুধু চেলসি (৬০১) ও ম্যানচেস্টার ইউনাইটেডের (৬৯১)।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক আর্সেনাল। একের পর আক্রমণে কাঁপিয়ে দেয় টটেনহাম রক্ষণকে। ম্যাচের ১২ মিনিটে বুকায়ো সাকার সহায়তায় গোল করেন স্মিথ রাউয়ে। ২৭ মিনিটে সেই স্মিথের সহায়তাতেই ব্যবধান ২-০ করেন পিয়েরে এমেরিক অবামেয়াং। ৭ মিনিটে পর স্পার্স শিবিরকে স্তব্ধ করে ব্যবধান ৩-০ করেন সাকা। প্রথমার্ধের এই তিন গোলই টটেনহামকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহাম। তবে চেষ্টা করেও ১ টির বেশি ব্যবধান কমাতে পারেনি স্পার্সরা। ৭৯ মিনিটে ব্যবধান ৩-১ করেন সন হিয়ুং–মিন।
দুঃসময়ে বড় ম্যাচে জয়ের পর উচ্ছ্বসিত আর্সেনাল অধিনায়ক অবামেয়াং বলেন, ‘এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। সমর্থকেরা তাদের সবকিছু দিয়েছে। তারা পেছন থেকে উৎসাহ দিয়েছে। এটা দারুণ অনুভূতি, অবিশ্বাস্য।’
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
৩ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১২ ঘণ্টা আগে