লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে