লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে