টুর্নামেন্টের পরিবর্তন হলেও করিম বেনজামার পরিবর্তন নাই। লা লিগায় ভায়োদোলিদের বিপক্ষে ৭ মিনিটে হ্যাটট্রিক করার পর আবারও হ্যাটট্রিক করেছেন তিনি। বার্সেলোনার বিপক্ষে গতাকালেরটি ছিল কোপা দেল রের সেমিফাইনালে।
অর্থাৎ, হ্যাটট্রিকের রেশ শেষ হতে দিচ্ছেন না বেনজামা। ক্যারিয়ারে অনেক হ্যাটট্রিক করলেও গতকালের টানা দ্বিতীয়টি ছিল রিয়াল মাদ্রিদ তারকার কাছে বিশেষ। প্রথমবারের মতো যে এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেছেন তিনি। সব মিলিয়ে নিজের ৪৩তম ধ্রুপদি লড়াইয়ে খেলতে নেমে প্রথমের স্বাদ পেয়েছেন সব শেষ ব্যালন ডি’অর বিজয়ী।
নু ক্যাম্পের হ্যাটট্রিকে আরও বেশ কিছু রেকর্ড গড়েছেন বেনজামা। ক্লাব ফুটবলের ইতিহাসে ১১তম খেলোয়াড় হিসেবে বার্সেলোনার মাঠে ৩ গোল করলেন তিনি। আর ১৯৬৩ সালের ২৭ জানুয়ারির পর প্রথম রিয়াল ফুটবলার হিসেবে প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করলেন তিনি। সেবার ৫-১ গোলের জয়ের ম্যাচে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেছিলেন হাঙ্গেরির কিংবদন্তি ফেরেংক পুসকাস। ৬০ বছরের দীর্ঘ রেকর্ড খরার অবসান ঘুচিয়েছেন ৩৫ বছর বয়সী।
বার্সার বিপক্ষে রিয়ালের সর্বশেষ হ্যাটট্রিকের হিসাব করলে সময়টা হবে ২৮ বছরের। শেষবার ১৯৯৫ সালের ৬ জানুয়ারি হ্যাটট্রিক করেছিলেন চিলির কিংবদন্তি স্ট্রাইকার ইভান জামোরানো। গতকাল কোপা দেল রের ফাইনালে ওঠার ম্যাচে রিয়ালের ৪-০ গোলের জয়ে বেনজামার ৩ গোলের সঙ্গে ১ গোল করেছেন ভিনিসিয়ুস।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে এবারও বেনজামার হাতে ব্যালন ডি-অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শিষ্যের ব্যালন ডি’অর জয়ের বিষয়ে ইতালিয়ান কোচকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেছেন, ‘কেন নয়? বেনজামা ফিরে এসেছে। সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। ছন্দে থাকলে সে পার্থক্য গড়ে দেয়।’
এখন পর্যন্ত সব মিলিয়ে ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন বেনজামা। সঙ্গে সতীর্থদের দিয়ে ৬ গোল করিয়েছেন সাবেক ফরাসি তারকা।
টুর্নামেন্টের পরিবর্তন হলেও করিম বেনজামার পরিবর্তন নাই। লা লিগায় ভায়োদোলিদের বিপক্ষে ৭ মিনিটে হ্যাটট্রিক করার পর আবারও হ্যাটট্রিক করেছেন তিনি। বার্সেলোনার বিপক্ষে গতাকালেরটি ছিল কোপা দেল রের সেমিফাইনালে।
অর্থাৎ, হ্যাটট্রিকের রেশ শেষ হতে দিচ্ছেন না বেনজামা। ক্যারিয়ারে অনেক হ্যাটট্রিক করলেও গতকালের টানা দ্বিতীয়টি ছিল রিয়াল মাদ্রিদ তারকার কাছে বিশেষ। প্রথমবারের মতো যে এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেছেন তিনি। সব মিলিয়ে নিজের ৪৩তম ধ্রুপদি লড়াইয়ে খেলতে নেমে প্রথমের স্বাদ পেয়েছেন সব শেষ ব্যালন ডি’অর বিজয়ী।
নু ক্যাম্পের হ্যাটট্রিকে আরও বেশ কিছু রেকর্ড গড়েছেন বেনজামা। ক্লাব ফুটবলের ইতিহাসে ১১তম খেলোয়াড় হিসেবে বার্সেলোনার মাঠে ৩ গোল করলেন তিনি। আর ১৯৬৩ সালের ২৭ জানুয়ারির পর প্রথম রিয়াল ফুটবলার হিসেবে প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করলেন তিনি। সেবার ৫-১ গোলের জয়ের ম্যাচে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেছিলেন হাঙ্গেরির কিংবদন্তি ফেরেংক পুসকাস। ৬০ বছরের দীর্ঘ রেকর্ড খরার অবসান ঘুচিয়েছেন ৩৫ বছর বয়সী।
বার্সার বিপক্ষে রিয়ালের সর্বশেষ হ্যাটট্রিকের হিসাব করলে সময়টা হবে ২৮ বছরের। শেষবার ১৯৯৫ সালের ৬ জানুয়ারি হ্যাটট্রিক করেছিলেন চিলির কিংবদন্তি স্ট্রাইকার ইভান জামোরানো। গতকাল কোপা দেল রের ফাইনালে ওঠার ম্যাচে রিয়ালের ৪-০ গোলের জয়ে বেনজামার ৩ গোলের সঙ্গে ১ গোল করেছেন ভিনিসিয়ুস।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে এবারও বেনজামার হাতে ব্যালন ডি-অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শিষ্যের ব্যালন ডি’অর জয়ের বিষয়ে ইতালিয়ান কোচকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেছেন, ‘কেন নয়? বেনজামা ফিরে এসেছে। সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। ছন্দে থাকলে সে পার্থক্য গড়ে দেয়।’
এখন পর্যন্ত সব মিলিয়ে ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন বেনজামা। সঙ্গে সতীর্থদের দিয়ে ৬ গোল করিয়েছেন সাবেক ফরাসি তারকা।
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
৩ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে