লিগ ওয়ানে চলতি মৌসুমের শুরুটা ভালো হলেও হঠাৎই খেই হারিয়ে ফেলে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই যেন ভুলে যায় পিএসজি। কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে লিগ ওয়ান জেতাই হবে বড় অর্জন।
অ্যাবে দেশম স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল অক্সের। অক্সেরের বিপক্ষে ২-১ গোলের জয় পায় প্যারিসিয়ানরা। ৬ ও ৮ মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ৫১ মিনিটে অক্সেরের গোলটি করেন ল্যাসিন সিনায়োকো। ২-১ গোলের জয়ে ২০২২-২৩ লিগ ওয়ান জয় প্রায় নিশ্চিত গালতিয়েরের দলের। ৩৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৪ আর সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৭৮। আর গোল ব্যবধানে লাঁসের চেয়ে ১৬ গোল এগিয়ে পিএসজি। তবু শেষটা ভালো করতে চান গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমার খেলোয়াড়েরা শিরোপায় হাত দিয়েই রেখেছে। তবু শেষটা ভালো হওয়া চাই। বিশ্বকাপের পর থেকে মৌসুমটা একটু কঠিনই হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়া হবে অনেক বড় অর্জন।’
পিএসজির জয়ে গতকাল রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ২ মিনিট ১৪ সেকেন্ডে জোড়া গোল করেছেন, যা সময়ের হিসেবে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম। দ্রুততম জোড়া গোল করেন ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালে। লুসাইলে আর্জেন্টিনার বিপক্ষে ১ মিনিট ৩৫ সেকেন্ডে জোড়া গোল করেন এমবাপ্পে।
লিগ ওয়ানে চলতি মৌসুমের শুরুটা ভালো হলেও হঠাৎই খেই হারিয়ে ফেলে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই যেন ভুলে যায় পিএসজি। কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে লিগ ওয়ান জেতাই হবে বড় অর্জন।
অ্যাবে দেশম স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল অক্সের। অক্সেরের বিপক্ষে ২-১ গোলের জয় পায় প্যারিসিয়ানরা। ৬ ও ৮ মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ৫১ মিনিটে অক্সেরের গোলটি করেন ল্যাসিন সিনায়োকো। ২-১ গোলের জয়ে ২০২২-২৩ লিগ ওয়ান জয় প্রায় নিশ্চিত গালতিয়েরের দলের। ৩৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৪ আর সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৭৮। আর গোল ব্যবধানে লাঁসের চেয়ে ১৬ গোল এগিয়ে পিএসজি। তবু শেষটা ভালো করতে চান গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমার খেলোয়াড়েরা শিরোপায় হাত দিয়েই রেখেছে। তবু শেষটা ভালো হওয়া চাই। বিশ্বকাপের পর থেকে মৌসুমটা একটু কঠিনই হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়া হবে অনেক বড় অর্জন।’
পিএসজির জয়ে গতকাল রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ২ মিনিট ১৪ সেকেন্ডে জোড়া গোল করেছেন, যা সময়ের হিসেবে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম। দ্রুততম জোড়া গোল করেন ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালে। লুসাইলে আর্জেন্টিনার বিপক্ষে ১ মিনিট ৩৫ সেকেন্ডে জোড়া গোল করেন এমবাপ্পে।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে