অনেকের মতে, টাকায় নাকি সবকিছু করা যায়। কিন্তু চেলসি এবারের দলবদলে বিশাল অঙ্কের অর্থ খরচ করেও নিজেদের ভাগ্যের পরিবর্তন আনতে পারছে না। গতকাল চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে দলটি হার দিয়ে। গ্রুপের প্রথম ম্যাচে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। ম্যাচ শেষে কোচ টমাস টুখেল এতটাই হতাশ যে তিনি জানিয়েছেন, চেলসিতে সবকিছু অনুপস্থিত।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বেশি টাকা খরচ করেছে চেলসি। এবারের দলবদলে ক্লাবটি ২৭২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। কিন্তু দলের সাফল্যে এখন পর্যন্ত এর কোনো ছিটেফোঁটাও নেই। দলটি যেন ইপিএলের বাজে পারফরম্যান্স ধরে রেখেছে চ্যাম্পিয়নস লিগেও। লিগের পাঁচ ম্যাচে জয়-পরাজয় সমান ২ আর অন্য ম্যাচটি ড্র করেছে। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গতকাল অন্য বড় দলগুলো জয় পেলেও তারা হার দিয়ে শুরু করেছে টুর্নামেন্টটি। গতকাল ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। প্রতিপক্ষের দেওয়া ১৩ মিনিটের গোলটি অনেক সময় পেয়েও শোধ করতে পারেননি অঢেল অর্থ দিয়ে আনা রাহিম স্টার্লিং-অবামেয়াংরা।
দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন কোচ টুখেল। কিছুদিন আগে লিগের ম্যাচ হেরে জানিয়েছিলেন, চেলসিকে সহজে হারানো যায়। এবার তিনি বলেছেন, ‘এই মুহূর্তে চেলসিতে সবকিছু অনুপস্থিত। বিশ্লেষণ করার অনেক কিছু আছে। আমিও এর অংশ। যেখানে থাকতে পারি বা থাকার প্রয়োজন, আমরা পরিষ্কারভাবে সেখানে নেই। এর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে।’
অথচ গতকালের ম্যাচটি ছিল টুখেলের জন্য স্মরণীয় এক ম্যাচ। এদিন তিনি চেলসির ডাগআউটে কোচ হিসেবে শততম ম্যাচ পূর্ণ করেছেন। এমন ম্যাচে শিষ্যরা পারলেন না গুরুকে জয় উপহার দিতে।
অনেকের মতে, টাকায় নাকি সবকিছু করা যায়। কিন্তু চেলসি এবারের দলবদলে বিশাল অঙ্কের অর্থ খরচ করেও নিজেদের ভাগ্যের পরিবর্তন আনতে পারছে না। গতকাল চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে দলটি হার দিয়ে। গ্রুপের প্রথম ম্যাচে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। ম্যাচ শেষে কোচ টমাস টুখেল এতটাই হতাশ যে তিনি জানিয়েছেন, চেলসিতে সবকিছু অনুপস্থিত।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বেশি টাকা খরচ করেছে চেলসি। এবারের দলবদলে ক্লাবটি ২৭২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। কিন্তু দলের সাফল্যে এখন পর্যন্ত এর কোনো ছিটেফোঁটাও নেই। দলটি যেন ইপিএলের বাজে পারফরম্যান্স ধরে রেখেছে চ্যাম্পিয়নস লিগেও। লিগের পাঁচ ম্যাচে জয়-পরাজয় সমান ২ আর অন্য ম্যাচটি ড্র করেছে। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গতকাল অন্য বড় দলগুলো জয় পেলেও তারা হার দিয়ে শুরু করেছে টুর্নামেন্টটি। গতকাল ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। প্রতিপক্ষের দেওয়া ১৩ মিনিটের গোলটি অনেক সময় পেয়েও শোধ করতে পারেননি অঢেল অর্থ দিয়ে আনা রাহিম স্টার্লিং-অবামেয়াংরা।
দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন কোচ টুখেল। কিছুদিন আগে লিগের ম্যাচ হেরে জানিয়েছিলেন, চেলসিকে সহজে হারানো যায়। এবার তিনি বলেছেন, ‘এই মুহূর্তে চেলসিতে সবকিছু অনুপস্থিত। বিশ্লেষণ করার অনেক কিছু আছে। আমিও এর অংশ। যেখানে থাকতে পারি বা থাকার প্রয়োজন, আমরা পরিষ্কারভাবে সেখানে নেই। এর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে।’
অথচ গতকালের ম্যাচটি ছিল টুখেলের জন্য স্মরণীয় এক ম্যাচ। এদিন তিনি চেলসির ডাগআউটে কোচ হিসেবে শততম ম্যাচ পূর্ণ করেছেন। এমন ম্যাচে শিষ্যরা পারলেন না গুরুকে জয় উপহার দিতে।
বর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৫ মিনিট আগেখুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
৩৯ মিনিট আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
২ ঘণ্টা আগে