Ajker Patrika

চেলসিতে সবকিছু অনুপস্থিত, বলেছেন টুখেল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৪১
চেলসিতে সবকিছু অনুপস্থিত, বলেছেন টুখেল

অনেকের মতে, টাকায় নাকি সবকিছু করা যায়। কিন্তু চেলসি এবারের দলবদলে বিশাল অঙ্কের অর্থ খরচ করেও নিজেদের ভাগ্যের পরিবর্তন আনতে পারছে না। গতকাল চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে দলটি হার দিয়ে। গ্রুপের প্রথম ম্যাচে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। ম্যাচ শেষে কোচ টমাস টুখেল এতটাই হতাশ যে তিনি জানিয়েছেন, চেলসিতে সবকিছু অনুপস্থিত। 

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বেশি টাকা খরচ করেছে চেলসি। এবারের দলবদলে ক্লাবটি ২৭২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। কিন্তু দলের সাফল্যে এখন পর্যন্ত এর কোনো ছিটেফোঁটাও নেই। দলটি যেন ইপিএলের বাজে পারফরম্যান্স ধরে রেখেছে চ্যাম্পিয়নস লিগেও। লিগের পাঁচ ম্যাচে জয়-পরাজয় সমান ২ আর অন্য ম্যাচটি ড্র করেছে। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গতকাল অন্য বড় দলগুলো জয় পেলেও তারা হার দিয়ে শুরু করেছে টুর্নামেন্টটি। গতকাল ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। প্রতিপক্ষের দেওয়া ১৩ মিনিটের গোলটি অনেক সময় পেয়েও শোধ করতে পারেননি অঢেল অর্থ দিয়ে আনা রাহিম স্টার্লিং-অবামেয়াংরা। 

দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন কোচ টুখেল। কিছুদিন আগে লিগের ম্যাচ হেরে জানিয়েছিলেন, চেলসিকে সহজে হারানো যায়। এবার তিনি বলেছেন, ‘এই মুহূর্তে চেলসিতে সবকিছু অনুপস্থিত। বিশ্লেষণ করার অনেক কিছু আছে। আমিও এর অংশ। যেখানে থাকতে পারি বা থাকার প্রয়োজন, আমরা পরিষ্কারভাবে সেখানে নেই। এর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে।’ 

অথচ গতকালের ম্যাচটি ছিল টুখেলের জন্য স্মরণীয় এক ম্যাচ। এদিন তিনি চেলসির ডাগআউটে কোচ হিসেবে শততম ম্যাচ পূর্ণ করেছেন। এমন ম্যাচে শিষ্যরা পারলেন না গুরুকে জয় উপহার দিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত