Ajker Patrika

হাল না ছাড়ার পুরস্কার পেলেন বেনজেমা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৯: ০০
হাল না ছাড়ার পুরস্কার পেলেন বেনজেমা

একটা সময় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে ব্যালন ডি’অর জেতার  প্রতিযোগিতা চলছিল । দুজনের কেউ না কেউ জিততেন এই পুরষ্কার। তবে এবার এই দুই তারকা ফুটবলারের কেউই জেতেননি এই পুরষ্কার। ২০২২ ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা।

জিনেদিন জিদানের কাছ থেকে ব্যালন ডি অর পুরষ্কার নিয়েছেন বেনজেমা। এই পুরষ্কার জিতে নিজেকে নিয়ে গর্ব করছেন বেনজেমা। ফরাসি এই স্ট্রাইকার বলেন, ‘সবার সামনে শিরোপা জিতে খুব গর্বিত বোধ করছি। ছোটবলা থেকেই এটা (ব্যালন ডি’অর জয়) আমার স্বপ্ন ছিল। আমি কখনোই হাল ছাড়িনি।’ 

২০২১-২২ মৌসুমটা দারুণ কাটিয়েছিলেন বেনজেমা। গত মৌসুমেই ৩৫ তম লা লিগা এবং ১৪ তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের এই দুটো শিরোপা জয়ে দারুণ অবদান রেখেছিলেন তিনি। গত মৌসুমে ৪৬ ম্যাচ খেলে করেছিলেন ৪৪ গোল, ১৫ গোলে অবদান রেখেছিলেন।

লা-লিগায় ৩২ ম্যাচে করেছিলেন ২৭ গোল, ১২ গোলে সহায়তা করেছিলেন। চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে করেছিলেন ১৫ গোল, অ্যাসিস্ট করেছিলেন ২ গোলে। সুপার কোপায় ২ ম্যাচে ২ গোল করেছিলেন এবং ১টি অ্যাসিস্ট করেছিলেন। 

বেনজেমার পর ব্যালন ডি’অরের প্রতিযোহিতায় দ্বিতীয় হয়েছেন সাদিও মানে। তৃতীয় ও চতুর্থ হয়েছেন কেভিন ডি ব্রুইন ও রবার্ট লেভানডফস্কি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত