Ajker Patrika

এভাবেই দাপট দেখিয়ে খেলবে বার্সা, হুংকার ফ্লিকের

ক্রীড়া ডেস্ক    
রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ছবি: এএফপি
রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ছবি: এএফপি

প্রতিপক্ষ যে-ই আসুক, বার্সেলোনা তাদেরকে তুড়ি মেড়ে উড়িয়ে দিচ্ছে। লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ-সব খানেই গোলবন্যায় ভাসাচ্ছে বার্সা। টুর্নামেন্ট জুড়ে এমন দাপট বার্সা বজায় রাখবে বলে হুংকার হ্যানসি ফ্লিকের।

বার্সেলোনা এখন পার করছে ব্যস্ত সময়। ভেন্যু বদলাতে হচ্ছে বারবার। তবু সেই ভ্রমণক্লান্তির ছাপ তো বোঝা যাচ্ছে না তাদের পারফরম্যান্সে। চ্যাম্পিয়নস লিগে গত রাতে গ্রুপ পর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। রেড স্টার স্টেডিয়ামে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। একটি করে গোল করেছেন ইনিগো মার্তিনেজ, রাফিনহা ও ফারমিন লোপেজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ ফ্লিক বলেন,‘আশা করি এটা আমরা ধরে রাখতে পারব। আমি নিশ্চিত যে এই আত্মবিশ্বাস আমাদের আছে। শুধু মাত্র এই ম্যাচেই নয়। তবে পুরো মৌসুমে এখন পর্যন্ত যেভাবে খেলেছি, তা থেকেই বলছি।’

রেডস্টার স্টেডিয়ামে গত রাতে প্রথমে গোলমুখ খোলেন বার্সার ডিফেন্ডার মার্তিনেজ। ১৩ মিনিটে বার্সার এগিয়ে যেতে না যেতেই দ্রুত সমতায় ফেরে রেড স্টার বেলগ্রেড। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বেলগ্রেডের ফরোয়ার্ড সিলাস। ১-১ সমতায় থাকার পর বার্সা কীভাবে গোলের বন্যা বইয়ে দিয়েছে, সেটা তো স্কোরলাইনই বলে দিচ্ছে। ফ্লিক বলেন, ‘পারফরম্যান্স সত্যিই খুব ভালো হচ্ছে। এমনটা আমি খুব উপভোগ করি। আমার মতে ম্যাচের ফলই তো কথা বলছে।’

বার্সেলোনা সবশেষ ম্যাচ হেরেছে ২৮ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে। এই হারের পর সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ৭ ম্যাচ জিতেছে বার্সা। এই সময় ফ্লিকের দল করেছে ২৯ গোল। বিপরীতে হজম করেছে ৫ গোল। এল ক্লাসিকোতে ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সা জিতেছে ৪-০ গোলে।

বার্সেলোনা নিজেদের সবশেষ ৭ ম্যাচের মধ্যে তিন ম্যাচেই দিয়েছে ৫টি করে গোল। ৪টি করে গোল করেছে দুই ম্যাচে। তিনটি করে গোলও তাদের দুই ম্যাচে। দলের এমন দাপুটে পারফরম্যান্স দেখে কোচ ফ্লিক বলেন, ‘দল বেশ দারুণ খেলছে। কারণ তারা ফুটবল খেলতে ভালোবাসে এবং প্রতি দলের বিপক্ষেই প্রতিযোগিতা করতে পছন্দ করে। সেরাদের সেরা তারা। আমরা এমনটা হতে চাই। সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি।’

২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় তিনে বার্সেলোনা। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট এখন বার্সার। কাতালানদের দুই ফরোয়ার্ড রাফিনিয়া, লেভানডফস্কি করেছেন ৫টি করে গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত