Ajker Patrika

মেসির ক্যারিয়ার শেষ হোক বার্সায়, চাইছেন অঁরি 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৩: ০১
মেসির ক্যারিয়ার শেষ হোক বার্সায়, চাইছেন অঁরি 

কয়েক মাস পরেই ৩৬ বছর পূর্ণ করবেন লিওনেল মেসি। যেখানে ৩৫ পেরোলেই অধিকাংশ ফুটবলার তাঁদের বুটজোড়া তুলে রাখেন। মেসিকে নিয়ে থিয়েরি অঁরির ভাবনাটা যেন এমনই। অঁরির চাওয়া, মেসির ক্যারিয়ারের শেষ যেন বার্সেলোনায় হয়। 

মেসির বার্সেলোনা ছাড়ার প্রায় দুই বছর হতে চলল। তারপরও আর্জেন্টাইন তারকার পুনরায় ক্লাবে ফেরার গুঞ্জন শোনা যায় প্রায়ই। যে বার্সায় প্রায় দুই দশক কাটিয়েছেন, স্বাভাবিকভাবেই ক্লাবের সঙ্গে মেসির ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। কাতালানদের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। মেসি থাকা অবস্থাতেই ২০১৫ তে বার্সা সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। ফ্রান্সের ফুটবল তারকা অঁরির চাওয়া, মেসি যেন কাতালানদের সঙ্গে পুনরায় যোগ দেন। পার্ক দে প্রিন্সেসে গতকাল লিগ ওয়ানের ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ফ্রান্সের সাবেক সেন্টার ফরোয়ার্ড বলেন, ‘এটা কোনো তথ্য না। এটা আমার চাওয়া। ফুটবলের প্রতি ভালোবাসার টানে লিও মেসির বার্সায় ফেরা উচিত। ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি সে তার (মেসি) ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করুক।’ 

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসির খেলার দুই বছর হতে চলল। তবে এখনো নতুন চুক্তি হয়নি পিএসজির সঙ্গে। মেসির ভবিষ্যৎ নিয়ে তাই চলছে নানা রকম জল্পনা-কল্পনা। বিশেষ করে বার্সেলোনায় ফেরা নিয়ে গুঞ্জন চাউর হয় প্রায়ই। মেসির বার্সায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে কদিন আগে জানিয়েছেন বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা, কোচ জাভি হার্নান্দেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত