রদ্রিগো দি পলকে দলে নিতে আতলেতিকো মাদ্রিদ চেষ্টা চালিয়ে আসছিল অনেক দিন ধরেই। অবশেষে সফল হয়েছে ক্লাবটি। ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে আতলেতিকোতে আসা দি পল ২০২৬ সাল পর্যন্ত খেলবেন ক্লাবটির হয়ে। কাল এক বিবৃতিতে আতলেতিকো বিষয়টি নিশ্চিত করেছে।
দি পলের আতলেতিকোয় যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন দিয়েগো সিমিওনে। ২০১৩ সালেই দি পলকে চোখে লেগেছিল সিমিওনের। দি পলের এজেন্ট অগাস্টিন জিমেনেসের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলেন সিমিওনে।
কোপা আমেরিকায় দি পলের দুর্দান্ত পারফরম্যান্সের পর আর দেরি করেননি সিমিওনে। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে ছিলেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ফাইনালে দি পলের বাড়ানো বল জালে জড়িয়েই আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা–খরা ঘুচিয়েছেন আনহেল দি মারিয়া। দি পল গোল করেছিলেন ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও।
সর্বশেষ মৌসুমে উদিনেসের হয়ে আলো ছড়িয়েছেন দি পল। নিজে নয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। উদিনেসের হয়ে দি পল খেলেছেন পাঁচ বছর। এই সময়ে ১৮৪ ম্যাচে তিনি করেছেন ৩৪ গোল, গোলে সহায়তা করেছেন ৩৬টি। ক্লাব ক্যারিয়ারে এর আগে দুই বছর খেলেছিলেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়।
রদ্রিগো দি পলকে দলে নিতে আতলেতিকো মাদ্রিদ চেষ্টা চালিয়ে আসছিল অনেক দিন ধরেই। অবশেষে সফল হয়েছে ক্লাবটি। ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে আতলেতিকোতে আসা দি পল ২০২৬ সাল পর্যন্ত খেলবেন ক্লাবটির হয়ে। কাল এক বিবৃতিতে আতলেতিকো বিষয়টি নিশ্চিত করেছে।
দি পলের আতলেতিকোয় যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন দিয়েগো সিমিওনে। ২০১৩ সালেই দি পলকে চোখে লেগেছিল সিমিওনের। দি পলের এজেন্ট অগাস্টিন জিমেনেসের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলেন সিমিওনে।
কোপা আমেরিকায় দি পলের দুর্দান্ত পারফরম্যান্সের পর আর দেরি করেননি সিমিওনে। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে ছিলেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ফাইনালে দি পলের বাড়ানো বল জালে জড়িয়েই আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা–খরা ঘুচিয়েছেন আনহেল দি মারিয়া। দি পল গোল করেছিলেন ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও।
সর্বশেষ মৌসুমে উদিনেসের হয়ে আলো ছড়িয়েছেন দি পল। নিজে নয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। উদিনেসের হয়ে দি পল খেলেছেন পাঁচ বছর। এই সময়ে ১৮৪ ম্যাচে তিনি করেছেন ৩৪ গোল, গোলে সহায়তা করেছেন ৩৬টি। ক্লাব ক্যারিয়ারে এর আগে দুই বছর খেলেছিলেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়।
বি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
২৪ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১ ঘণ্টা আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
২ ঘণ্টা আগে