জুভেন্টাসের হয়ে অভিষেক ম্যাচটাকে অবিস্মরণীয় কিংবা স্বপ্নের চেয়েও সুন্দর আখ্যা নিজেই হয়তো দিতে চাইতেন। কিন্তু আনহেল দি মারিয়া পারলেন কই?
মাঠের পারফরম্যান্সে তো দি মারিয়া প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন। সাসুওলোর বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ে দুটিতেই আর্জেন্টাইন ফরোয়ার্ডের অবদান। প্রথম গোলটি নিজে করেছেন, শেষটি সতীর্থকে দিয়ে করিয়েছেন।
কিন্তু ম্যাচের ৬৬ মিনিটে হাঁটুর সংযোগস্থলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় দি মারিয়াকে। মুহূর্তেই তাঁর স্মরণীয় অভিষেক হয়ে যায় অম্লমধুর। ৩৪ বছর বয়সী তারকার এই চোট শুধু জুভেন্টাসেরই নয়, জাতীয় দল আর্জেন্টিনার কপালেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কারণ, কাতার বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে তৈরি হয়ে সংশয়।
এ ধরনের চোট দি মারিয়ার আগে থেকেই ছিল। সেটি জানা সত্ত্বেও গোপন রাখেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। পরে অবশ্য ভুল স্বীকার করেছেন তিনি, ‘ওর চোটটা এক সপ্তাহ আগেও ছিল। আমরা যখন ৩-০ গোলে এগিয়ে ছিলাম, তখনই সম্ভবত ওকে তুলে নেওয়া উচিত ছিল।’
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দি মারিয়াকে ১০ দিন পর্যবেক্ষণ করবেন চিকিৎসক দল। এর মানে, সিরি ‘আ’তে সাম্পদোরিয়া ও এএস রোমার বিপক্ষে তাঁকে পাচ্ছে না জুভেন্টাস। তবে ৩১ আগস্ট স্পেৎসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।
এখন প্রশ্ন উঠতে পারে, ১ সেপ্টেম্বর থেকে হিসাব করলেও কাতার বিশ্বকাপ শুরু হতে তখনো আড়াই মাস বাকি। তাহলে দি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার এত চিন্তা কিসের?
আসলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে ভাবাচ্ছে দি মারিয়ার চোটপ্রবণতা। পায়ের মাংসপেশির চোট নিয়ে ক্যারিয়ারের একটা বড় সময় ভুগেছেন তিনি। সেই পুরোনো চোটই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ অবস্থা নিয়েই ক্লাবের হয়ে খেলা চালিয়ে গেলে বিশ্বকাপেও এমন কিছুর শঙ্কা করছে আর্জেন্টিনা ম্যানেজমেন্ট।
তা ছাড়া এই চোট নতুন ক্লাবের সঙ্গে দি মারিয়ার মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এর প্রভাব পড়তে পারে জাতীয় দলেও।
সব ঠিক থাকলে অক্টোবরে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপার অন্যতম দাবিদার ভাবছেন ফুটবলবোদ্ধারা।
আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘোচাতেও বড় অবদান ছিল দি মারিয়ার। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ফাইনালে জয়সূচক ও ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন তিনিই।
জুভেন্টাসের হয়ে অভিষেক ম্যাচটাকে অবিস্মরণীয় কিংবা স্বপ্নের চেয়েও সুন্দর আখ্যা নিজেই হয়তো দিতে চাইতেন। কিন্তু আনহেল দি মারিয়া পারলেন কই?
মাঠের পারফরম্যান্সে তো দি মারিয়া প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন। সাসুওলোর বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ে দুটিতেই আর্জেন্টাইন ফরোয়ার্ডের অবদান। প্রথম গোলটি নিজে করেছেন, শেষটি সতীর্থকে দিয়ে করিয়েছেন।
কিন্তু ম্যাচের ৬৬ মিনিটে হাঁটুর সংযোগস্থলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় দি মারিয়াকে। মুহূর্তেই তাঁর স্মরণীয় অভিষেক হয়ে যায় অম্লমধুর। ৩৪ বছর বয়সী তারকার এই চোট শুধু জুভেন্টাসেরই নয়, জাতীয় দল আর্জেন্টিনার কপালেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কারণ, কাতার বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে তৈরি হয়ে সংশয়।
এ ধরনের চোট দি মারিয়ার আগে থেকেই ছিল। সেটি জানা সত্ত্বেও গোপন রাখেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। পরে অবশ্য ভুল স্বীকার করেছেন তিনি, ‘ওর চোটটা এক সপ্তাহ আগেও ছিল। আমরা যখন ৩-০ গোলে এগিয়ে ছিলাম, তখনই সম্ভবত ওকে তুলে নেওয়া উচিত ছিল।’
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দি মারিয়াকে ১০ দিন পর্যবেক্ষণ করবেন চিকিৎসক দল। এর মানে, সিরি ‘আ’তে সাম্পদোরিয়া ও এএস রোমার বিপক্ষে তাঁকে পাচ্ছে না জুভেন্টাস। তবে ৩১ আগস্ট স্পেৎসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।
এখন প্রশ্ন উঠতে পারে, ১ সেপ্টেম্বর থেকে হিসাব করলেও কাতার বিশ্বকাপ শুরু হতে তখনো আড়াই মাস বাকি। তাহলে দি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার এত চিন্তা কিসের?
আসলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে ভাবাচ্ছে দি মারিয়ার চোটপ্রবণতা। পায়ের মাংসপেশির চোট নিয়ে ক্যারিয়ারের একটা বড় সময় ভুগেছেন তিনি। সেই পুরোনো চোটই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ অবস্থা নিয়েই ক্লাবের হয়ে খেলা চালিয়ে গেলে বিশ্বকাপেও এমন কিছুর শঙ্কা করছে আর্জেন্টিনা ম্যানেজমেন্ট।
তা ছাড়া এই চোট নতুন ক্লাবের সঙ্গে দি মারিয়ার মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এর প্রভাব পড়তে পারে জাতীয় দলেও।
সব ঠিক থাকলে অক্টোবরে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপার অন্যতম দাবিদার ভাবছেন ফুটবলবোদ্ধারা।
আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘোচাতেও বড় অবদান ছিল দি মারিয়ার। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ফাইনালে জয়সূচক ও ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন তিনিই।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে