দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২০২২-এর ১৮ ডিসেম্বর ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর আকাশি-নীলদের বিশ্বকাপ জিততে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। মেসিও তাঁর আজন্ম লালিত স্বপ্ন পূরণ করেছেন শিরোপা জিতে।
২০২২ বিশ্বকাপের শুরুটা আর্জেন্টিনার জন্য অবশ্য ছিল দুঃস্বপ্নের মতো। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আলবিসেলেস্তেরা। যা ছিল বিশ্বকাপের অন্যতম অঘটন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আর্জেন্টিনাকে। টানা ৬ ম্যাচ জিতে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় লিওনেল স্কালোনির শিষ্যদের। মেসি ৭ ম্যাচে করেন ৭ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল-প্রতিটি রাউন্ডেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে এই পুরস্কার (গোল্ডেন বল) জয়ের কীর্তি গড়েন মেসি।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা আরও দুর্দান্ত। এই সময় ১০ ম্যাচ খেলে আকাশি-নীলরা জিতেছে ৯ ম্যাচ, হেরেছে ১ ম্যাচে। আলবিসেলেস্তেরা গোল করেছে ২১ টি, বিপরীতে গোল হজম করেছে ২ টি। বিশ্বজয়ের ৩ মাস পর এ বছরের ২৪ মার্চ মনুমেন্তালে প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে পানামাকে ২-০ গোলে হারায়। মেসি করেন ১ গোল।
ঠিক তার পরের ম্যাচেই আর্জেন্টিনা পেয়েছে বিশাল জয়। কিউদাদেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। এই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন মেসি। পাশাপাশি এক গোলে অ্যাসিস্টও করেছেন। পানামা, কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা এসেছে এশিয়া সফরে। চীনের বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে আকাশী নীলরা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এই ম্যাচে ১ গোল করেন মেসি। এরপর জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষেও ২-০ গোলের জয় পেয়েছে আকাশি-নীলরা। মেসি অবশ্য এই ম্যাচে ছিলেন না।
প্রীতি ম্যাচেরে পর আর্জেন্টিনার শুরু হয় ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে বাছাই পর্ব। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে শুরু। এরপর একে একে বলিভিয়া, প্যারাগুয়ে, পেরুর বিপক্ষেও জয় পায় আর্জেন্টিনা। যেখানে পেরুর বিপক্ষে জোড়া গোল করেন মেসি। বিশ্বকাপ জয়ের পর টানা ৮ ম্যাচ জেতা আর্জেন্টিনার জয়রথ থামিয়ে দেয় উরুগুয়ে। লা বোম্বোনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনা। সর্বশেষ মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সংঘাতপূর্ণ ম্যাচে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে এ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আকাশি-নীলরা। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট এখন স্কালোনির দলের।
২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার পারফরম্যান্স:
প্রতিপক্ষ: পানামা; ২-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: কুরাসাও; ৭-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: ইন্দোনেশিয়া; ২-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: ইকুয়েডর; ১-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: বলিভিয়া; ৩-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: প্যারাগুয়ে; ১-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: পেরু; ২-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: উরুগুয়ে; ২-০; জয়ী: উরুগুয়ে; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: ব্রাজিল; ১-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২০২২-এর ১৮ ডিসেম্বর ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর আকাশি-নীলদের বিশ্বকাপ জিততে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। মেসিও তাঁর আজন্ম লালিত স্বপ্ন পূরণ করেছেন শিরোপা জিতে।
২০২২ বিশ্বকাপের শুরুটা আর্জেন্টিনার জন্য অবশ্য ছিল দুঃস্বপ্নের মতো। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আলবিসেলেস্তেরা। যা ছিল বিশ্বকাপের অন্যতম অঘটন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আর্জেন্টিনাকে। টানা ৬ ম্যাচ জিতে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় লিওনেল স্কালোনির শিষ্যদের। মেসি ৭ ম্যাচে করেন ৭ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল-প্রতিটি রাউন্ডেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে এই পুরস্কার (গোল্ডেন বল) জয়ের কীর্তি গড়েন মেসি।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা আরও দুর্দান্ত। এই সময় ১০ ম্যাচ খেলে আকাশি-নীলরা জিতেছে ৯ ম্যাচ, হেরেছে ১ ম্যাচে। আলবিসেলেস্তেরা গোল করেছে ২১ টি, বিপরীতে গোল হজম করেছে ২ টি। বিশ্বজয়ের ৩ মাস পর এ বছরের ২৪ মার্চ মনুমেন্তালে প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে পানামাকে ২-০ গোলে হারায়। মেসি করেন ১ গোল।
ঠিক তার পরের ম্যাচেই আর্জেন্টিনা পেয়েছে বিশাল জয়। কিউদাদেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। এই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন মেসি। পাশাপাশি এক গোলে অ্যাসিস্টও করেছেন। পানামা, কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা এসেছে এশিয়া সফরে। চীনের বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে আকাশী নীলরা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এই ম্যাচে ১ গোল করেন মেসি। এরপর জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষেও ২-০ গোলের জয় পেয়েছে আকাশি-নীলরা। মেসি অবশ্য এই ম্যাচে ছিলেন না।
প্রীতি ম্যাচেরে পর আর্জেন্টিনার শুরু হয় ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে বাছাই পর্ব। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে শুরু। এরপর একে একে বলিভিয়া, প্যারাগুয়ে, পেরুর বিপক্ষেও জয় পায় আর্জেন্টিনা। যেখানে পেরুর বিপক্ষে জোড়া গোল করেন মেসি। বিশ্বকাপ জয়ের পর টানা ৮ ম্যাচ জেতা আর্জেন্টিনার জয়রথ থামিয়ে দেয় উরুগুয়ে। লা বোম্বোনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনা। সর্বশেষ মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সংঘাতপূর্ণ ম্যাচে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে এ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আকাশি-নীলরা। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট এখন স্কালোনির দলের।
২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার পারফরম্যান্স:
প্রতিপক্ষ: পানামা; ২-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: কুরাসাও; ৭-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: ইন্দোনেশিয়া; ২-০; জয়ী: আর্জেন্টিনা; প্রীতি ম্যাচ
প্রতিপক্ষ: ইকুয়েডর; ১-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: বলিভিয়া; ৩-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: প্যারাগুয়ে; ১-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: পেরু; ২-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: উরুগুয়ে; ২-০; জয়ী: উরুগুয়ে; বিশ্বকাপ বাছাই
প্রতিপক্ষ: ব্রাজিল; ১-০; জয়ী: আর্জেন্টিনা; বিশ্বকাপ বাছাই
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
২৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে