ম্যানচেস্টার ডার্বি জিতে অবশেষে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আগের তিনবারের ফাইনালে প্রতিবারই হেরেছিল সিটিজেনরা। গতরাতে ওয়েম্বলিতে রোমাঞ্চকর টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই দল পেনাল্টি শুটআউটে শট নিয়েছে ৮টি করে।
এর আগে শেষ মুহূর্তে জমে ওঠা ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর সমতায় ফেরে সিটি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস গোল করলেও মিস করে বসেন সিটির বের্নার্দো সিলভা। এর আগে এই পর্তুগিজ মিডফিল্ডারের গোলেই সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে সিলভাকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। বাকি সব শটেই গোল করে গার্দিওলার শিষ্যরা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করে বসেন জাদোন সানচো। অষ্টম শট মিস করেন জনি ইভান্স। টাইব্রেকারে সিটির জয়সূচক শটটি নেন ম্যানুয়েল আকেঞ্জি।
আগামী ১৬ আগস্ট রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-ফুলহাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তার আগে কমিউনিটি শিল্ড জিতে আবারও মৌসুম রাঙানোর ইঙ্গিত দিল সিটি। রেকর্ড গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন অভিযান শুরু করবে ১৮ আগস্ট, স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এ নিয়ে পঞ্চম সর্বোচ্চ সাতবার কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০১৯ সালের পর এ শিরোপা জিতল তারা।
ম্যানচেস্টার ডার্বি জিতে অবশেষে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আগের তিনবারের ফাইনালে প্রতিবারই হেরেছিল সিটিজেনরা। গতরাতে ওয়েম্বলিতে রোমাঞ্চকর টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই দল পেনাল্টি শুটআউটে শট নিয়েছে ৮টি করে।
এর আগে শেষ মুহূর্তে জমে ওঠা ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর সমতায় ফেরে সিটি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস গোল করলেও মিস করে বসেন সিটির বের্নার্দো সিলভা। এর আগে এই পর্তুগিজ মিডফিল্ডারের গোলেই সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে সিলভাকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। বাকি সব শটেই গোল করে গার্দিওলার শিষ্যরা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করে বসেন জাদোন সানচো। অষ্টম শট মিস করেন জনি ইভান্স। টাইব্রেকারে সিটির জয়সূচক শটটি নেন ম্যানুয়েল আকেঞ্জি।
আগামী ১৬ আগস্ট রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-ফুলহাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তার আগে কমিউনিটি শিল্ড জিতে আবারও মৌসুম রাঙানোর ইঙ্গিত দিল সিটি। রেকর্ড গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন অভিযান শুরু করবে ১৮ আগস্ট, স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এ নিয়ে পঞ্চম সর্বোচ্চ সাতবার কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০১৯ সালের পর এ শিরোপা জিতল তারা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে