জুন মাসেই ইতিহাস গড়তে পারতেন লাওতারো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর সামনে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান হেরে যাওয়ায় তা আর হয়নি। চার মাসের মধ্যে অন্য আরেক রেকর্ড গড়েছেন মার্তিনেজ।
আরেচি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যালার্নিতানা ও ইন্টার মিলান। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আর অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে। নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন তিনি। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫-এর পর সিরি ‘আ’তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার ৪ গোল করেছেন।
মার্তিনেজের ৪ গোল করার দিনে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে স্যালার্নিতানাকে। তাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। এসি মিলান, ইন্টার মিলান—দুই দলেরই পয়েন্ট ১৮। দুই দলই ৭ ম্যাচ করে খেলেছে। জিতেছে ৬ ম্যাচ ও ১ ম্যাচ হেরেছে।
জুন মাসেই ইতিহাস গড়তে পারতেন লাওতারো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর সামনে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান হেরে যাওয়ায় তা আর হয়নি। চার মাসের মধ্যে অন্য আরেক রেকর্ড গড়েছেন মার্তিনেজ।
আরেচি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যালার্নিতানা ও ইন্টার মিলান। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আর অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে। নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন তিনি। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫-এর পর সিরি ‘আ’তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার ৪ গোল করেছেন।
মার্তিনেজের ৪ গোল করার দিনে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে স্যালার্নিতানাকে। তাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। এসি মিলান, ইন্টার মিলান—দুই দলেরই পয়েন্ট ১৮। দুই দলই ৭ ম্যাচ করে খেলেছে। জিতেছে ৬ ম্যাচ ও ১ ম্যাচ হেরেছে।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৫ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩২ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে