Ajker Patrika

মেসিকে ‘গোট’ বলায় অসন্তুষ্ট রোনালদো

মেসিকে ‘গোট’ বলায় অসন্তুষ্ট রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে তুলনা চলছে দীর্ঘদিন। কে সর্বকালের সেরা-তা নিয়ে ভক্তদের মধ্যে এখনও চলে আলাপ-আলোচনা। এবার রোনালদোর সামনে প্রকাশ্যে মেসির প্রশংসা করেছিলেন এক তরুণ ভক্ত। তাতে সন্তুষ্ট হতে পারেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড। 

গত পরশু কিং সৌদ স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-বাতিন। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-নাসর। তখন টানেল দিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালদো। রোনালদোর সামনে তরুণ এক ভক্ত বলেছিলেন, ‘মেসি সর্বকালের সেরা খেলোয়াড় (গোট)।’ পর্তুগিজ এই তারকা ফুটবলারকে কিছুটা অসন্তুষ্ট মনে হয়েছিল। 

১-০ গোলে পিছিয়ে থেকেও আল-নাসর জিতেছিল ৩-১ ব্যবধানে। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েই তিনটি গোল করেছিলেন আল-নাসরের ফুটবলাররা। এই ম্যাচে রোনালদো কোনো গোল করতে পারেননি। এমনকি কোনো অ্যাসিস্টও করেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড। 

দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। 

আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ৮ গোল এবং ২ গোলে অ্যাসিস্ট করেন তিনি। দুটো হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত