টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন তিনি। ২০২৩ সালের ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
লন্ডনে গত রাতে ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াই সমানে সমানে চলেছে মেসি ও হালান্ডের। মেসি, হালান্ড দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। তবে ফিফার ১২ নম্বর অনুচ্ছেদ অনুসারে, জাতীয় দলের অধিনায়কদের থেকে ভোট বেশি পাওয়ায় বর্ষসেরা হয়েছেন মেসি। মেসি, হালান্ডের আরেক প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে পেয়েছেন ৩৫ ভোট। তিন ফুটবলারের কাঁধে ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশের আক্রমণভাগের দায়িত্ব। গত বছর সব ধরনের ফুটবল মিলে হালান্ড ও এমবাপ্পে করেছেন ৫২ ও ৫০ গোল। তবে ২০২৩ সালে সর্বোচ্চ ৫৪ গোল করেও ফিফপ্রোর একাদশে জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ সাজানো হয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। আক্রমণভাগে মেসি, হালান্ড, এমবাপ্পের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ ও রক্ষণভাগে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সংখ্যাই বেশি। কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভা—ম্যান সিটির দুই মিডফিল্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশে। ডি ব্রুইনা, সিলভাদের সঙ্গে মাঝমাঠে থাকছেন বেলিংহাম। বেলিংহাম গত বছর বরুসিয়া ডর্টমুন্ড থেকে এসেছেন রিয়াল মাদ্রিদে। কাইল ওয়াকার, জন স্টোনস, রুবেন দিয়াস—ম্যান সিটির তিন ডিফেন্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশের রক্ষণভাগের দায়িত্বে।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), জন স্টোনস (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি)
মাঝমাঠ: কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন তিনি। ২০২৩ সালের ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
লন্ডনে গত রাতে ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াই সমানে সমানে চলেছে মেসি ও হালান্ডের। মেসি, হালান্ড দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। তবে ফিফার ১২ নম্বর অনুচ্ছেদ অনুসারে, জাতীয় দলের অধিনায়কদের থেকে ভোট বেশি পাওয়ায় বর্ষসেরা হয়েছেন মেসি। মেসি, হালান্ডের আরেক প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে পেয়েছেন ৩৫ ভোট। তিন ফুটবলারের কাঁধে ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশের আক্রমণভাগের দায়িত্ব। গত বছর সব ধরনের ফুটবল মিলে হালান্ড ও এমবাপ্পে করেছেন ৫২ ও ৫০ গোল। তবে ২০২৩ সালে সর্বোচ্চ ৫৪ গোল করেও ফিফপ্রোর একাদশে জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ সাজানো হয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। আক্রমণভাগে মেসি, হালান্ড, এমবাপ্পের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ ও রক্ষণভাগে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সংখ্যাই বেশি। কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভা—ম্যান সিটির দুই মিডফিল্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশে। ডি ব্রুইনা, সিলভাদের সঙ্গে মাঝমাঠে থাকছেন বেলিংহাম। বেলিংহাম গত বছর বরুসিয়া ডর্টমুন্ড থেকে এসেছেন রিয়াল মাদ্রিদে। কাইল ওয়াকার, জন স্টোনস, রুবেন দিয়াস—ম্যান সিটির তিন ডিফেন্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশের রক্ষণভাগের দায়িত্বে।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), জন স্টোনস (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি)
মাঝমাঠ: কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে