Ajker Patrika

পুরস্কারজয়ী মেসির সঙ্গে ফিফার বর্ষসেরা একাদশে হালান্ড-এমবাপ্পে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫: ২১
পুরস্কারজয়ী মেসির সঙ্গে ফিফার বর্ষসেরা একাদশে হালান্ড-এমবাপ্পে

টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন তিনি। ২০২৩ সালের ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। 

লন্ডনে গত রাতে ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াই সমানে সমানে চলেছে মেসি ও হালান্ডের। মেসি, হালান্ড দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। তবে ফিফার ১২ নম্বর অনুচ্ছেদ অনুসারে, জাতীয় দলের অধিনায়কদের থেকে ভোট বেশি পাওয়ায় বর্ষসেরা হয়েছেন মেসি। মেসি, হালান্ডের আরেক প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে পেয়েছেন ৩৫ ভোট। তিন ফুটবলারের কাঁধে ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশের আক্রমণভাগের দায়িত্ব। গত বছর সব ধরনের ফুটবল মিলে হালান্ড ও এমবাপ্পে করেছেন ৫২ ও ৫০ গোল। তবে ২০২৩ সালে সর্বোচ্চ ৫৪ গোল করেও ফিফপ্রোর একাদশে জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। 

ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ সাজানো হয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। আক্রমণভাগে মেসি, হালান্ড, এমবাপ্পের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ ও রক্ষণভাগে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সংখ্যাই বেশি। কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভা—ম্যান সিটির দুই মিডফিল্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশে। ডি ব্রুইনা, সিলভাদের সঙ্গে মাঝমাঠে থাকছেন বেলিংহাম। বেলিংহাম গত বছর বরুসিয়া ডর্টমুন্ড থেকে এসেছেন রিয়াল মাদ্রিদে। কাইল ওয়াকার, জন স্টোনস, রুবেন দিয়াস—ম্যান সিটির তিন ডিফেন্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশের রক্ষণভাগের দায়িত্বে। 

ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ:  
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)  
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), জন স্টোনস (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি)  
মাঝমাঠ: কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ) 
আক্রমণভাগ:  লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি),  কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত