বার্সেলোনায় এসে যেন নিজেকে নতুন করে খুঁজে পেলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। দলবদলে আর্সেনাল থেকে আকস্মিকভাবে বার্সায় এসে এখন জাদু দেখাচ্ছেন অবামেয়াং। গ্যাবনের এই তারকা ফুটবলার শুধু গোল করেই নন, আলোচনায় থাকেন তাঁর উদ্যাপন দিয়েও। এল ক্ল্যাসিকোতে রিয়ালের বিপক্ষে জোড়া গোলের রাতে অবামেয়াং আলোচনায় এসেছেন তাঁর ‘ড্রাগন বল জি’ উদ্যাপন নিয়ে। ড্রাগন বল জি মূলত জাপানি অ্যানিমেশন শো। যেখানে মূল চরিত্র গোকুকে এ ধরনের ভঙ্গি করতে দেখা যায়।
গোল করে অবামেয়াং অবশ্য এর আগেও ভিন্নধর্মী উদ্যাপনের কারণে আলোচনায় আসেন। এমনকি মুখে স্পাইডার ম্যান ও ব্ল্যাক প্যান্থারের মুখোশ পরেও এর আগে উদ্যাপন করেছিলেন তিনি। আর রিয়ালের বিপক্ষে উদ্যাপন তাঁর হাতে ছিল একটি বল।
এবারের উদ্যাপনের ব্যাখ্যায় ম্যাচ শেষে অবা বলেন, ‘আমার উদ্যাপনের সঙ্গে ড্রাগন বল জি এর মিল রয়েছে। আর এই বলটি আমাকে এক বন্ধু দিয়েছিল। এটি দিয়ে ইচ্ছাপূরণের প্রত্যাশা করা যায়। আমি চেয়েছিলাম গোল করতে এবং দল যেন জেতে।’
এদিকে অবার আগমনে বদলে গেছে বার্সার পারফরম্যান্সের চিত্র। একের পর এক ম্যাচে গোল করে দলের ঘুরে দাঁড়ানোয় দারুণ ভূমিকা রাখছেন সাবেক এই বরুসিয়া তারকা। এর আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, অবামেয়াং তাঁদের জন্য আকাশ থেকে নেমে এসেছেন। রিয়ালের বিপক্ষে আরেকবার সেই প্রমাণই যেন দিলেন অবা। এখন সামনের দিনগুলোতেও এমন দাপুটে অবাকে দেখতে চাইবেন জাভি।
বার্সেলোনায় এসে যেন নিজেকে নতুন করে খুঁজে পেলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। দলবদলে আর্সেনাল থেকে আকস্মিকভাবে বার্সায় এসে এখন জাদু দেখাচ্ছেন অবামেয়াং। গ্যাবনের এই তারকা ফুটবলার শুধু গোল করেই নন, আলোচনায় থাকেন তাঁর উদ্যাপন দিয়েও। এল ক্ল্যাসিকোতে রিয়ালের বিপক্ষে জোড়া গোলের রাতে অবামেয়াং আলোচনায় এসেছেন তাঁর ‘ড্রাগন বল জি’ উদ্যাপন নিয়ে। ড্রাগন বল জি মূলত জাপানি অ্যানিমেশন শো। যেখানে মূল চরিত্র গোকুকে এ ধরনের ভঙ্গি করতে দেখা যায়।
গোল করে অবামেয়াং অবশ্য এর আগেও ভিন্নধর্মী উদ্যাপনের কারণে আলোচনায় আসেন। এমনকি মুখে স্পাইডার ম্যান ও ব্ল্যাক প্যান্থারের মুখোশ পরেও এর আগে উদ্যাপন করেছিলেন তিনি। আর রিয়ালের বিপক্ষে উদ্যাপন তাঁর হাতে ছিল একটি বল।
এবারের উদ্যাপনের ব্যাখ্যায় ম্যাচ শেষে অবা বলেন, ‘আমার উদ্যাপনের সঙ্গে ড্রাগন বল জি এর মিল রয়েছে। আর এই বলটি আমাকে এক বন্ধু দিয়েছিল। এটি দিয়ে ইচ্ছাপূরণের প্রত্যাশা করা যায়। আমি চেয়েছিলাম গোল করতে এবং দল যেন জেতে।’
এদিকে অবার আগমনে বদলে গেছে বার্সার পারফরম্যান্সের চিত্র। একের পর এক ম্যাচে গোল করে দলের ঘুরে দাঁড়ানোয় দারুণ ভূমিকা রাখছেন সাবেক এই বরুসিয়া তারকা। এর আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, অবামেয়াং তাঁদের জন্য আকাশ থেকে নেমে এসেছেন। রিয়ালের বিপক্ষে আরেকবার সেই প্রমাণই যেন দিলেন অবা। এখন সামনের দিনগুলোতেও এমন দাপুটে অবাকে দেখতে চাইবেন জাভি।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১২ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২৯ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে