মৌসুমের শুরুতে আরেকটি বড় ধাক্কা খেল চেলসি। চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে টটেনহামের বিপক্ষে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে দু’বার এগিয়ে যাওয়ার পরও ড্র করেছিল ব্লুজরা। এবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে টমাস টুখেলের দল।
লিডসের মাঠ এলান্ড রোডে চেলসি পিছিয়ে পড়ে নিজেদের ভুলে। ৩৩ মিনিটে শিশুতোষ ভুল করে বসেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। গোলপোস্টের কাছে, ৬ গজের ভেতর শট নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দৌড়ে এসে মেন্দির পা থেকে বল কেড়ে নেন ব্রেন্ডেন অ্যারেনসন। মুহূর্তে খালি পোস্টে বল পাঠিয়ে লিডসে এগিয়ে দেন তিনি। মেন্দির তখন নিজের প্রতি রাগ ঝাড়া ছাড়া আর করার কিছুই ছিল না।
এই গোল খেয়েই যেন আত্মবিশ্বাসে ধাক্কা লাগে চেলসির। চার মিনিট পর ফের গোল হজম করে বসে তারা। জ্যাক হ্যারিসনের দুর্দান্ত ফ্রি-কিক পেয়ে লিডসের ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো মোরেনো। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় জেসে মার্শের দল। মার্সেলো বিয়েলসার পরিবর্তে এই আমেরিকান কোচ এই বছর দায়িত্ব নিয়েছেন লিডসের।
সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণভাগে পরিবর্তন আনেন টুখেল। কিন্তু চেলসিকে সুবিধা করতে দেয়নি লিডসের রক্ষণভাগ। ভয় ধরানোর মতো কোনো আক্রমণ শাণাতে পারেনি ব্লুজরা। উল্টো ৬৯ মিনিটে তৃতীয় গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এবার দুর্দান্ত এক আক্রমণ থেকে মোরেনোর পা ছোঁয়া বল ঠোকা দিয়ে জালে পাঠান হ্যারিসন। তিন গোল হজম করে মেজাজ ঠিক রাখতে পারেননি কালিদো কোলিবালি। ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই সেন্টার-ব্যাক। বাকি সময় নিজেদের রক্ষণ সামলে রেখে বড় জয় তুলে নেয় লিডস।
প্রিমিয়ার লিগে এই হারে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ১২তম স্থানে নেমে গেছে চেলসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে লিডস।
মৌসুমের শুরুতে আরেকটি বড় ধাক্কা খেল চেলসি। চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে টটেনহামের বিপক্ষে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে দু’বার এগিয়ে যাওয়ার পরও ড্র করেছিল ব্লুজরা। এবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে টমাস টুখেলের দল।
লিডসের মাঠ এলান্ড রোডে চেলসি পিছিয়ে পড়ে নিজেদের ভুলে। ৩৩ মিনিটে শিশুতোষ ভুল করে বসেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। গোলপোস্টের কাছে, ৬ গজের ভেতর শট নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দৌড়ে এসে মেন্দির পা থেকে বল কেড়ে নেন ব্রেন্ডেন অ্যারেনসন। মুহূর্তে খালি পোস্টে বল পাঠিয়ে লিডসে এগিয়ে দেন তিনি। মেন্দির তখন নিজের প্রতি রাগ ঝাড়া ছাড়া আর করার কিছুই ছিল না।
এই গোল খেয়েই যেন আত্মবিশ্বাসে ধাক্কা লাগে চেলসির। চার মিনিট পর ফের গোল হজম করে বসে তারা। জ্যাক হ্যারিসনের দুর্দান্ত ফ্রি-কিক পেয়ে লিডসের ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো মোরেনো। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় জেসে মার্শের দল। মার্সেলো বিয়েলসার পরিবর্তে এই আমেরিকান কোচ এই বছর দায়িত্ব নিয়েছেন লিডসের।
সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণভাগে পরিবর্তন আনেন টুখেল। কিন্তু চেলসিকে সুবিধা করতে দেয়নি লিডসের রক্ষণভাগ। ভয় ধরানোর মতো কোনো আক্রমণ শাণাতে পারেনি ব্লুজরা। উল্টো ৬৯ মিনিটে তৃতীয় গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এবার দুর্দান্ত এক আক্রমণ থেকে মোরেনোর পা ছোঁয়া বল ঠোকা দিয়ে জালে পাঠান হ্যারিসন। তিন গোল হজম করে মেজাজ ঠিক রাখতে পারেননি কালিদো কোলিবালি। ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই সেন্টার-ব্যাক। বাকি সময় নিজেদের রক্ষণ সামলে রেখে বড় জয় তুলে নেয় লিডস।
প্রিমিয়ার লিগে এই হারে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ১২তম স্থানে নেমে গেছে চেলসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে লিডস।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৩ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩০ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে