Ajker Patrika

রিয়ালকে এল ক্লাসিকোও জেতালেন বেলিংহাম

রিয়ালকে এল ক্লাসিকোও জেতালেন বেলিংহাম

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই দলের ত্রাতা জুড বেলিংহাম। মৌসুমের শুরু থেকেই লস ব্ল্যাঙ্কোসদের একের পর এক ম্যাচ জিতিয়ে আসছেন তিনি। সেটিও আবার শেষ মুহূর্তে। আজও এল ক্লাসিকোতে তেমনি এক ম্যাচ জেতালেন ইংলিশ মিডফিল্ডার। 

ব্যাপারটা যেন এমন হয়েছে রিয়ালের গোল দরকার, বেলিংহাম আছেন। অবশ্য মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের ষষ্ঠ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ইলকাই গুন্দোয়ান। কিন্তু শেষ পর্যন্ত ঘরের সমর্থকদের আনন্দে ভাসাতে পারেনি কাতালান জায়ান্টরা। শেষ মুহূর্তে রিয়ালের কাছে ২–১ গোলে হেরে যাওয়ায়।

রিয়ালের কাছে নয় বরং বলা যায় বেলিংহামের কাছে হেরেছে বার্সেলোনা। জোড়া গোল করে দলকে জয় দিয়েছেন তিনি। ৬৮ মিনিটে লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার। জয়সূচক গোলটি করেন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেও উঠে এসেছে রিয়াল। 

অন্যদিকে প্রিমিয়ার লিগে একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে সুযোগ হাতছাড়া করার শাস্তিও পেয়েছে তারা। গতকাল ওয়েস্ট লন্ডন ডার্বিতে ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছে ব্লুজরা। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা দুই হোঁচটে ১২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে আর্সেনাল। এমিরেটসে এডি এনকেতিয়ার হ্যাটট্রিকে ৫-০ গোলে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়েছে গানাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত