Ajker Patrika

মেসি-এমবাপ্পের থেকে সবকিছু আশা করেন না পিএসজি কোচ 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১১: ৫২
মেসি-এমবাপ্পের থেকে সবকিছু আশা করেন না পিএসজি কোচ 

আন্তর্জাতিক ফুটবলে বিরতি শেষে ক্লাব ফুটবলে গতকাল প্রথম খেলতে নেমেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। আর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সিতে দুর্দান্ত খেলেছিলেন মেসি ও এমবাপ্পে। বিরতি কাটিয়ে গতকালই প্রথম প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন এই দুই তারকা ফুটবলার। তবে পার্ক দে প্রিন্সেসে তাঁরা দুজনেই ছিলেন নিষ্প্রভ। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের মতে, তাঁদের থেকে সবকিছু আশা করা কঠিন।

পার্ক দে প্রিন্সেসে গতকাল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুত এগিয়ে যায় লিওঁ। ৫৬ মিনিটে লিওঁর হয়ে গোল করেন ব্র্যাডলি বার্কোলা। পিছিয়ে থেকে এর আগে অবশ্য মেসি, এমবাপ্পের গোলে ঘুরে দাড়িয়েছিল পিএসজি। তবে এবার মেসি, এমবাপ্পেদের কেউই উদ্ধার করতে পারেননি প্যারিসিয়ানদের। ১-০ গোলে হেরে যায় পিএসজি। ম্যাচ শেষে গালতিয়ের বলেন, ‘শেষ বাঁশির শব্দ শুনে খুব খারাপ লেগেছে। ২০২৩-এ আমরা আট ম্যাচ হেরেছি। লিও এবং কিলিয়ানের থেকে আমরা সবকিছু আশা করতে পারি না। লিও এমনই এক খেলোয়াড়, যে মৌসুমের শুরু থেকেই দলকে দিয়ে আসছে।’

গতকাল হেরেও লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। ২৯ ম্যাচে ২১ জয়, ৩ ড্র ও ৫ পরাজয়ে ৬৬ পয়েন্ট প্যারিসিয়ানদের। দ্বিতীয় স্থানে থাকা লেঞ্জের পয়েন্ট ৬০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত