Ajker Patrika

মেসিকে দুয়োধ্বনি দেওয়ায় ক্ষিপ্ত পিএসজি কোচ 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫: ৪৫
মেসিকে দুয়োধ্বনি দেওয়ায় ক্ষিপ্ত পিএসজি কোচ 

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই যেন ফ্রান্সের ‘চক্ষুশূলে’ পরিণত হয়েছেন লিওনেল মেসি। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) গোল করলে অভিবাদন তো পাচ্ছেনই না। বরং পারফরম্যান্স খারাপ হলে উল্টো দুয়োধ্বনি শুনতে হয় মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দুয়োধ্বনি দেওয়ায় ক্ষিপ্ত পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। 

পার্ক দে প্রিন্সেসে গতকাল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। লিগ ওয়ানে যা ছিল মেসির ৫০তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচ মেসি স্মরণীয় করে রাখতে পারেননি। লিওঁর কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে মেসির ওপর দুয়োধ্বনি তাই বেড়ে যায় বহুগুণ। গালতিয়ের বলেন, ‘লিও মেসিকে লক্ষ্য করে যে বাঁশি বাজানো হয়েছে, খুবই জঘন্য। লিও এমনই এক খেলোয়াড়, যে দলের জন্য সেরাটা দেয়। মৌসুমের শুরু থেকেই সে দারুণ খেলে আসছে কিন্তু বাকি খেলোয়াড়দেরও তো পারফর্ম করতে হবে।’ 

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসির খেলার দুই বছর হতে চলল। তবে এখনো নতুন চুক্তি হয়নি পিএসজির সঙ্গে। মেসির ভবিষ্যৎ নিয়ে তাই চলছে নানা রকম জল্পনা-কল্পনা। মেজর লিগ সকারে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন। এ ছাড়া সৌদি আরবের ক্লাব আল হিলালও পেতে আগ্রহী। এমনকি সাবেক ক্লাব বার্সেলোনায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত