ক্রীড়া ডেস্ক
নভেম্বরে ভারত সফরে যাচ্ছে আর্জেন্টিনা—এই খবর তো অনেক পুরোনো। আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা লিওনেল মেসিকে পায় কি না, সেটা এখনো অনিশ্চিত। সে যা-ই হোক, মেসি ব্যক্তিগতভাবে যাচ্ছেন ভারত সফরে। এশিয়া মহাদেশের এ দেশে ১৪ বছর পর সফর করবেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
১৪ বছর পর ভারতে গিয়ে ব্যক্তিগত অনেক কাজও সারবেন বলে জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড গতকাল রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেটা নিশ্চিত করেছেন। মেসি লিখেছেন, ‘ডিসেম্বরে ভারতের মতো একটি সুন্দর দেশ সফরে যাচ্ছি। এটা ভেবেই বেশ রোমাঞ্চিত। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ ও দাতব্যকাজে অংশ নেব। এই ইভেন্টগুলো কলকাতা, মুম্বাই, দিল্লির আইকনিক স্টেডিয়াম এবং সম্ভবত আরেকটা শহরে হবে। শুধু ডিসট্রিক্ট অ্যাপে টিকিট পাওয়া যাবে।’
ভারতে মেসির ব্যক্তিগত এই সফরের নাম দেওয়া হয়েছে গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভারত সফরের আয়োজনের বন্দোবস্ত করেছেন দেশটির অন্যতম সফল ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। শতদ্রুকে ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, ‘ভারতের সবচেয়ে বড় তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাওয়া গর্বের বিষয় আমার জন্য। ১৪ বছর পর ভারত সফরের সুযোগ করে দেওয়ায় দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের প্রতি কৃতজ্ঞতা।’
মেসির প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়াম, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। তবে ‘সম্ভবত আরেকটি শহর’ বলতে হয়তো তিনি আহমেদাবাদকেই বুঝিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদন থেকে জানা গেছে, আহমেদাবাদে যাওয়ার পথে মেসি নিজের ভাস্কর্য উন্মোচন করতে পারেন। ওয়াংখেড়েতে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মাদের সঙ্গে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও খেলার কথা রয়েছে মেসির।
ভারত সফরে মেসি সবশেষ খেলতে গিয়েছিলেন ২০১১ সালে। কলকাতার সল্ট লেকে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে স্থায়ী অধিনায়ক হিসেবে এই ম্যাচ দিয়েই অভিষেক হয় মেসির। আর্জেন্টাইন কিংবদন্তি অধিনায়ক হিসেবে ২০২১ ও ২০২৪ সালে দুবার জেতেন কোপা আমেরিকা। ২০২২ সালে তাঁর নেতৃত্বাধীন আর্জেন্টিনা জেতে বিশ্বকাপ।
আরও পড়ুন:
নভেম্বরে ভারত সফরে যাচ্ছে আর্জেন্টিনা—এই খবর তো অনেক পুরোনো। আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা লিওনেল মেসিকে পায় কি না, সেটা এখনো অনিশ্চিত। সে যা-ই হোক, মেসি ব্যক্তিগতভাবে যাচ্ছেন ভারত সফরে। এশিয়া মহাদেশের এ দেশে ১৪ বছর পর সফর করবেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
১৪ বছর পর ভারতে গিয়ে ব্যক্তিগত অনেক কাজও সারবেন বলে জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড গতকাল রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেটা নিশ্চিত করেছেন। মেসি লিখেছেন, ‘ডিসেম্বরে ভারতের মতো একটি সুন্দর দেশ সফরে যাচ্ছি। এটা ভেবেই বেশ রোমাঞ্চিত। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ ও দাতব্যকাজে অংশ নেব। এই ইভেন্টগুলো কলকাতা, মুম্বাই, দিল্লির আইকনিক স্টেডিয়াম এবং সম্ভবত আরেকটা শহরে হবে। শুধু ডিসট্রিক্ট অ্যাপে টিকিট পাওয়া যাবে।’
ভারতে মেসির ব্যক্তিগত এই সফরের নাম দেওয়া হয়েছে গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভারত সফরের আয়োজনের বন্দোবস্ত করেছেন দেশটির অন্যতম সফল ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। শতদ্রুকে ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, ‘ভারতের সবচেয়ে বড় তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাওয়া গর্বের বিষয় আমার জন্য। ১৪ বছর পর ভারত সফরের সুযোগ করে দেওয়ায় দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের প্রতি কৃতজ্ঞতা।’
মেসির প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়াম, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। তবে ‘সম্ভবত আরেকটি শহর’ বলতে হয়তো তিনি আহমেদাবাদকেই বুঝিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদন থেকে জানা গেছে, আহমেদাবাদে যাওয়ার পথে মেসি নিজের ভাস্কর্য উন্মোচন করতে পারেন। ওয়াংখেড়েতে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মাদের সঙ্গে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও খেলার কথা রয়েছে মেসির।
ভারত সফরে মেসি সবশেষ খেলতে গিয়েছিলেন ২০১১ সালে। কলকাতার সল্ট লেকে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে স্থায়ী অধিনায়ক হিসেবে এই ম্যাচ দিয়েই অভিষেক হয় মেসির। আর্জেন্টাইন কিংবদন্তি অধিনায়ক হিসেবে ২০২১ ও ২০২৪ সালে দুবার জেতেন কোপা আমেরিকা। ২০২২ সালে তাঁর নেতৃত্বাধীন আর্জেন্টিনা জেতে বিশ্বকাপ।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কোন পথে আছে–আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন যেন তারই আরও একটা প্রতিচ্ছবি। আইসিসির সহযোগী দেশ নেপালের কাছে টি–টোয়েন্টি সিরিজ হেরে ভারতের সঙ্গে টেস্ট খেলছে তারা। লাল বলের ক্রিকেটেও দুঃসময় পার করছে ক্যারিবীয়রা। আহমেদাবাদ টেস্টের প্রথম দুই দিনই তাদের বিপক্ষে দাপট দেখিয়েছে ভারত।
৬ মিনিট আগেজাতীয় দলের জার্সিতে রান করতেই ভুলে যান এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে সেই ডানহাতি ওপেনারেই ব্যাটই আবার চওড়া হয়ে উঠে। আজ তেমনই চিত্রই দেখা গেল জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। বিজয়ের ব্যাটিং ঝড়ে এদিন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। এটা তাদের হ্যাটট্রিক জয়।
৩৩ মিনিট আগেবাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল দিয়েছে হংকং, চায়না। দলটিতে বরাবরই বংশোদ্ভূত ফুটবলারের ছড়াছাড়ি থাকে। এবারও ব্যতিক্রম ঘটেনি। অন্তত ৫ ফুটবলার রয়েছেন যাঁদের জন্ম ব্রাজিলে। এর মধ্যে আলোচিত নাম দুদু। একসময় তাঁর নেতৃত্বে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন ব্রাজিলিয়ান...
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় যেন নিউজিল্যান্ডের কাছে সোনার হরিণ। ২০২১ সালে একবারই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কিউইরা সিরিজ জিতেছিল অজিদের বিপক্ষে। চার বছর পর এবার সেই সুযোগ এসেছিল নিউজিল্যান্ডের কাছে। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই সম্ভাবনাটুকু নষ্ট হয়ে গেল।
১ ঘণ্টা আগে