প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে কদিন আগেই। এবার আরও এক তারকা ফুটবলারের পিএসজি অধ্যায় শেষ হতে যাচ্ছে। পিএসজিকে বিদায় জানিয়েছেন সার্জিও রামোস।
সামাজিক মাধ্যমে গতকাল পিএসজিকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন রামোস। আজ ক্লেরমঁত ফুতের বিপক্ষে ম্যাচটিই স্প্যানিশ এই ডিফেন্ডারের পিএসজির জার্সিতে শেষ ম্যাচ। পার্ক দে প্রিন্সেসে পিএসজি-ক্লেরমঁত ফুত ম্যাচটিই চলতি মৌসুমে লিগ ওয়ানের শেষ ম্যাচ। গতকাল নিজের ইনস্টাগ্রামে স্প্যানিশ এই ডিফেন্ডার লিখেছেন, ‘আগামীকাল এক বিশেষ দিন। আমার জীবনের আরেকটি মঞ্চকে বিদায় জানাতে যাচ্ছি। পিএসজিকে বিদায়। আমি জানি না একজন মানুষ কত জায়গায় নিজের মতো মনে করতে পারে। কিন্তু সত্যি বলতে, নিঃসন্দেহে পিএসজি, ভক্তরা এবং প্যারিস তার মধ্যে ছিল উল্লেখযোগ্য। দুটি বিশেষ বছরের জন্য ধন্যবাদ, যার জন্য আমি সব টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং সবটুকু দিতে পেরেছি।’
চলতি মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার ব্যাপার গত পরশু সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’
রামোস, মেসি দুজনেই পিএসজিতে এসেছেন ২০২১-২২ মৌসুমে। মেসি প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন আর রিয়াল মাদ্রিদে ১৬ বছর কাটিয়ে পিএসজিতে এসেছিলেন রামোস। দুই মৌসুম খেলে দুজনেই বিদায় জানাচ্ছেন প্যারিসিয়ানদের। পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে রামোস খেলেছেন ৫৭ ম্যাচ, করেছেন ৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে। মেসির মতো রামোস পিএসজির জার্সিতে দুটো লিগ ওয়ান (২০২১-২২, ২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন।
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে কদিন আগেই। এবার আরও এক তারকা ফুটবলারের পিএসজি অধ্যায় শেষ হতে যাচ্ছে। পিএসজিকে বিদায় জানিয়েছেন সার্জিও রামোস।
সামাজিক মাধ্যমে গতকাল পিএসজিকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন রামোস। আজ ক্লেরমঁত ফুতের বিপক্ষে ম্যাচটিই স্প্যানিশ এই ডিফেন্ডারের পিএসজির জার্সিতে শেষ ম্যাচ। পার্ক দে প্রিন্সেসে পিএসজি-ক্লেরমঁত ফুত ম্যাচটিই চলতি মৌসুমে লিগ ওয়ানের শেষ ম্যাচ। গতকাল নিজের ইনস্টাগ্রামে স্প্যানিশ এই ডিফেন্ডার লিখেছেন, ‘আগামীকাল এক বিশেষ দিন। আমার জীবনের আরেকটি মঞ্চকে বিদায় জানাতে যাচ্ছি। পিএসজিকে বিদায়। আমি জানি না একজন মানুষ কত জায়গায় নিজের মতো মনে করতে পারে। কিন্তু সত্যি বলতে, নিঃসন্দেহে পিএসজি, ভক্তরা এবং প্যারিস তার মধ্যে ছিল উল্লেখযোগ্য। দুটি বিশেষ বছরের জন্য ধন্যবাদ, যার জন্য আমি সব টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং সবটুকু দিতে পেরেছি।’
চলতি মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার ব্যাপার গত পরশু সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’
রামোস, মেসি দুজনেই পিএসজিতে এসেছেন ২০২১-২২ মৌসুমে। মেসি প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন আর রিয়াল মাদ্রিদে ১৬ বছর কাটিয়ে পিএসজিতে এসেছিলেন রামোস। দুই মৌসুম খেলে দুজনেই বিদায় জানাচ্ছেন প্যারিসিয়ানদের। পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে রামোস খেলেছেন ৫৭ ম্যাচ, করেছেন ৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে। মেসির মতো রামোস পিএসজির জার্সিতে দুটো লিগ ওয়ান (২০২১-২২, ২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন।
শেষ মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থাকলে জায়গা করে নিত বিশ্বকাপ বাছাইয়ে। গত মাসে ভারতের বিহারে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন রেজাউল-আশরাফুলরা। সুযোগ অবশ্য হারিয়ে যায়নি।
৭ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
১১ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১৪ ঘণ্টা আগে