বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। একই সাথে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল ৪৩ বছর পর পেল কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ। লস ব্লাঙ্কস মৌসুমি বৃষ্টির মাঝে গতরাতে স্পেনের আলফার্দো ডি স্টিফানো স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জড়ান প্রতিপক্ষের জালে। লা লিগার সাত ম্যাচে এটি তাঁর নবম গোল।
খেলার ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বার্সেলোনা শূন্য হলেও ২ গোলে পৌঁছে যায় জিদানবাহিনী।
বিরতির আগে এই ব্যবধান কমাতে পারেনি বার্সা। বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে প্রাণপণ চেষ্টায় ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পান কোম্যান শিষ্যরা। গোলটি এসেছে প্রথমবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসার পা থেকে।
তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সময়ে ইলাইশের একটি শট ক্রসবারে বাঁধা পেয়ে ফিরে এলে আর সমতায় ফেরা হয়নি বার্সেলোনার।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।
জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান বলেন, ‘আমি খুব খুশি। আমরা খুব ভালোভাবেই খেলাটা শুরু করেছি। ম্যাচটা বেশ জটিল ছিল। তবে, জয়টাও প্রত্যাশিত ছিল।’
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। একই সাথে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল ৪৩ বছর পর পেল কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ। লস ব্লাঙ্কস মৌসুমি বৃষ্টির মাঝে গতরাতে স্পেনের আলফার্দো ডি স্টিফানো স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জড়ান প্রতিপক্ষের জালে। লা লিগার সাত ম্যাচে এটি তাঁর নবম গোল।
খেলার ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বার্সেলোনা শূন্য হলেও ২ গোলে পৌঁছে যায় জিদানবাহিনী।
বিরতির আগে এই ব্যবধান কমাতে পারেনি বার্সা। বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে প্রাণপণ চেষ্টায় ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পান কোম্যান শিষ্যরা। গোলটি এসেছে প্রথমবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসার পা থেকে।
তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সময়ে ইলাইশের একটি শট ক্রসবারে বাঁধা পেয়ে ফিরে এলে আর সমতায় ফেরা হয়নি বার্সেলোনার।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।
জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান বলেন, ‘আমি খুব খুশি। আমরা খুব ভালোভাবেই খেলাটা শুরু করেছি। ম্যাচটা বেশ জটিল ছিল। তবে, জয়টাও প্রত্যাশিত ছিল।’
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৫ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩২ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে