বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। একই সাথে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল ৪৩ বছর পর পেল কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ। লস ব্লাঙ্কস মৌসুমি বৃষ্টির মাঝে গতরাতে স্পেনের আলফার্দো ডি স্টিফানো স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জড়ান প্রতিপক্ষের জালে। লা লিগার সাত ম্যাচে এটি তাঁর নবম গোল।
খেলার ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বার্সেলোনা শূন্য হলেও ২ গোলে পৌঁছে যায় জিদানবাহিনী।
বিরতির আগে এই ব্যবধান কমাতে পারেনি বার্সা। বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে প্রাণপণ চেষ্টায় ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পান কোম্যান শিষ্যরা। গোলটি এসেছে প্রথমবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসার পা থেকে।
তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সময়ে ইলাইশের একটি শট ক্রসবারে বাঁধা পেয়ে ফিরে এলে আর সমতায় ফেরা হয়নি বার্সেলোনার।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।
জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান বলেন, ‘আমি খুব খুশি। আমরা খুব ভালোভাবেই খেলাটা শুরু করেছি। ম্যাচটা বেশ জটিল ছিল। তবে, জয়টাও প্রত্যাশিত ছিল।’
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। একই সাথে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল ৪৩ বছর পর পেল কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ। লস ব্লাঙ্কস মৌসুমি বৃষ্টির মাঝে গতরাতে স্পেনের আলফার্দো ডি স্টিফানো স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জড়ান প্রতিপক্ষের জালে। লা লিগার সাত ম্যাচে এটি তাঁর নবম গোল।
খেলার ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বার্সেলোনা শূন্য হলেও ২ গোলে পৌঁছে যায় জিদানবাহিনী।
বিরতির আগে এই ব্যবধান কমাতে পারেনি বার্সা। বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে প্রাণপণ চেষ্টায় ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পান কোম্যান শিষ্যরা। গোলটি এসেছে প্রথমবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসার পা থেকে।
তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সময়ে ইলাইশের একটি শট ক্রসবারে বাঁধা পেয়ে ফিরে এলে আর সমতায় ফেরা হয়নি বার্সেলোনার।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।
জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান বলেন, ‘আমি খুব খুশি। আমরা খুব ভালোভাবেই খেলাটা শুরু করেছি। ম্যাচটা বেশ জটিল ছিল। তবে, জয়টাও প্রত্যাশিত ছিল।’
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
৩ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে