সৌদি সুপার কাপ ফাইনালে আল নাসরের হারের রেশ এখনো কাটেনি। হারের হতাশা তৎক্ষণাৎ প্রকাশ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ক্ষত না শুকাতেই রোনালদোর দলকে ফিরতে হলো মাঠের খেলায়। এবারও জয় পাওয়া হলো না আল নাসরের।
আল আওয়াল স্টেডিয়ামে গতকাল ২০২৪-২৫ সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আল নাসর। পরিসংখ্যান বলছে, আল রায়েদের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে রোনালদোর দল। ৭৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর নেয় ৮ শট। রোনালদো নিজেও গোল করেন। যেটা তাঁর সৌদি প্রো লিগে ৫০তম গোল। তবে রোনালদোর মাইলফলক ছোঁয়ার ম্যাচ নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
আল নাসর-আল রায়েদের ম্যাচে যেন দুই দলই শক্তিনির্ভর ফুটবল খেলায় মেতেছিল। ১২ ও ১০ ফাউল করে আল নাসর ও আল রায়েদ। রেফারিকেও ঘন ঘন কার্ড দেখাতে হয়েছে। ১৬ মিনিটে আল রায়েদ ডিফেন্ডার মুবারক আল রাজেহ দেখেছেন হলুদ কার্ড। এই যে কার্ডের সূচনা হলো, সেই ধারাবাহিকতায় ২০ ও ২৭ মিনিটে মুবারকের দুই সতীর্থ খালিদ মোহাম্মদ আল সুবাই ও মোহাম্মদ সালেম আল দাওসারি। কার্ড বন্যার মধ্যেই ম্যাচে গোলমুখ খোলে আল নাসর। ৩৪ মিনিটে সাদিও মানের ক্রস থেকে পাস রিসিভ করে হেডে মাইলফলকের সেই গোল করেন রোনালদো।
প্রথমার্ধের শেষেই ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখে আল নাসর। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ষষ্ঠ মিনিটে দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে দেখানো হয় হলুদ কার্ড। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন রোনালদোরা। দ্বিতীয়ার্ধের শুরু হতে না হতেই সমতায় ফেরে আল রায়েদ। তাতে আল নাসর ডিফেন্ডার অ্যায়মেরিক লাপোর্তের দায় রয়েছে। ৪৮ মিনিটে আল রায়েদের মিডফিল্ডার মোহামেদ ফুজাইরকে ট্যাকল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান লাপোর্তেকে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে লাল কার্ডকে হলুদ কার্ডে পরিণত করা হয়। পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন ফুজাইর।
ম্যাচে কোনো লাল কার্ড না দেখা গেলেও হলুদ কার্ড দেখা গেছে ৮টি, যার মধ্যে আল নাসর পেয়েছে ৩ হলুদ কার্ড এবং ৫টি দেখেছে আল রায়েদ। ফুজাইর সমতাসূচক গোলের পর আর কোনো দলই লক্ষ্য ভেদ করতে পারেনি। ১-১ গোলের ড্রয়ে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করল আল নাসর ও আল রায়েদ।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। সৌদি ক্লাবটিতে দেড় বছরের ক্যারিয়ারে ৬৭ ম্যাচে করেছেন ৬১ গোল ও অ্যাসিস্ট করেন ১৬ গোলে। যেখানে সৌদি প্রো লিগেই করেন ৫০ গোল। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খেলেন ৪৮ ম্যাচ।
সৌদি সুপার কাপ ফাইনালে আল নাসরের হারের রেশ এখনো কাটেনি। হারের হতাশা তৎক্ষণাৎ প্রকাশ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ক্ষত না শুকাতেই রোনালদোর দলকে ফিরতে হলো মাঠের খেলায়। এবারও জয় পাওয়া হলো না আল নাসরের।
আল আওয়াল স্টেডিয়ামে গতকাল ২০২৪-২৫ সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আল নাসর। পরিসংখ্যান বলছে, আল রায়েদের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে রোনালদোর দল। ৭৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর নেয় ৮ শট। রোনালদো নিজেও গোল করেন। যেটা তাঁর সৌদি প্রো লিগে ৫০তম গোল। তবে রোনালদোর মাইলফলক ছোঁয়ার ম্যাচ নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
আল নাসর-আল রায়েদের ম্যাচে যেন দুই দলই শক্তিনির্ভর ফুটবল খেলায় মেতেছিল। ১২ ও ১০ ফাউল করে আল নাসর ও আল রায়েদ। রেফারিকেও ঘন ঘন কার্ড দেখাতে হয়েছে। ১৬ মিনিটে আল রায়েদ ডিফেন্ডার মুবারক আল রাজেহ দেখেছেন হলুদ কার্ড। এই যে কার্ডের সূচনা হলো, সেই ধারাবাহিকতায় ২০ ও ২৭ মিনিটে মুবারকের দুই সতীর্থ খালিদ মোহাম্মদ আল সুবাই ও মোহাম্মদ সালেম আল দাওসারি। কার্ড বন্যার মধ্যেই ম্যাচে গোলমুখ খোলে আল নাসর। ৩৪ মিনিটে সাদিও মানের ক্রস থেকে পাস রিসিভ করে হেডে মাইলফলকের সেই গোল করেন রোনালদো।
প্রথমার্ধের শেষেই ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখে আল নাসর। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ষষ্ঠ মিনিটে দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে দেখানো হয় হলুদ কার্ড। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন রোনালদোরা। দ্বিতীয়ার্ধের শুরু হতে না হতেই সমতায় ফেরে আল রায়েদ। তাতে আল নাসর ডিফেন্ডার অ্যায়মেরিক লাপোর্তের দায় রয়েছে। ৪৮ মিনিটে আল রায়েদের মিডফিল্ডার মোহামেদ ফুজাইরকে ট্যাকল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান লাপোর্তেকে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে লাল কার্ডকে হলুদ কার্ডে পরিণত করা হয়। পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন ফুজাইর।
ম্যাচে কোনো লাল কার্ড না দেখা গেলেও হলুদ কার্ড দেখা গেছে ৮টি, যার মধ্যে আল নাসর পেয়েছে ৩ হলুদ কার্ড এবং ৫টি দেখেছে আল রায়েদ। ফুজাইর সমতাসূচক গোলের পর আর কোনো দলই লক্ষ্য ভেদ করতে পারেনি। ১-১ গোলের ড্রয়ে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করল আল নাসর ও আল রায়েদ।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। সৌদি ক্লাবটিতে দেড় বছরের ক্যারিয়ারে ৬৭ ম্যাচে করেছেন ৬১ গোল ও অ্যাসিস্ট করেন ১৬ গোলে। যেখানে সৌদি প্রো লিগেই করেন ৫০ গোল। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খেলেন ৪৮ ম্যাচ।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে