Ajker Patrika

‘এমবাপ্পেকে পিএসজির সতর্ক করা উচিত ছিল’ 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১০: ৫৯
‘এমবাপ্পেকে পিএসজির সতর্ক করা উচিত ছিল’ 

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রচারণামূলক ভিডিও নিয়ে কথা বলতে গিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে কিলিয়ান এমবাপ্পে। ভিডিও নিয়ে দ্বিমত পোষণ করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তিনি। পিএসজি তারকার এমন কাজ পছন্দ হয়নি ক্রিস্তফ দুগারির। দুগারি এখানে দায় দেখছেন ক্লাবেরও। 

 ২০২৩–২৪ মৌসুমের টিকিট নবায়নের ব্যাপারে ভিডিও প্রকাশ করে পিএসজি। প্রচারণামূলক ভিডিওতে এমবাপ্পে পিএসজি ও পার্ক দে প্রিন্সেস সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন। তবে এই ভিডিওতে দেখা যায়নি লিওনেল মেসি ও নেইমারকে। প্রচারণামূলক এই ভিডিও নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষোভ ঝেরেছেন এমবাপ্পে। তাঁর অনুমতি ছাড়া এমন কাজ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এমনকি এটা যে ‘কিলিয়ান সেইন্ট জার্মেই’ না, সেটাও এমবাপ্পে তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন। দুগারির মতে, ক্লাবের এ ব্যাপারে কঠোর হওয়া উচিত ছিল। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বলেন, ‘তাকে ক্লাবের সতর্ক করা উচিত ছিল। কিন্তু আপনি কি মনে করেন, সামাজিক মাধ্যমে এই বার্তার কোনো মূল্য আছে? আপনি আপনার বোর্ডের সঙ্গে কথা বলে সমাধান করতে পারেন। এমনকি আমি তার কথাও বুঝতে পারছি না।’ 

মাঠের পারফরম্যান্সেও এ বছর সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। সব প্রতিযোগিতা মিলে ১৮ ম্যাচ খেলে জিতেছে ৯ ম্যাচ, ১ ম্যাচ ড্র করেছে এবং ৮ ম্যাচ হেরেছে প্যারিসিয়ানরা। দুগারি তাই পিএসজিকে নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দিতে বললেন। ফ্রান্সের বিশ্বজয়ী তারকা ফুটবলার বলেন, ‘তারা একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে। তারা খেলে নিজেদের প্রমাণ করুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত