১৮ ডিসেম্বর দিনটিকে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা চাইলেও কি ভুলতে পারবেন? এর উত্তর হবে এক কথায় ‘না’। গত বছরের ১৮ ডিসেম্বর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। লিওনেল মেসি পেয়েছেন পরম আরাধ্য বিশ্বকাপের ছোঁয়া। ‘রেকর্ডের বরপুত্র’ করেছেন বিশ্বজয়।
মেসি ও আর্জেন্টিনার সেই বিশ্বজয়ের এক বছর পূর্ণ হলো গতকাল। আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বজয়ের এক বছরের পূর্তি স্মরণ করছেন অনেকে বিভিন্নভাবে। ভক্ত-সমর্থকদের কেউ সামাজিক মাধ্যমে গত বছরের ভিডিও, ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিদের বিশ্বজয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছে বিশেষভাবে। এএফএ গত রাতে নিজেদের টুইটার অ্যাকাউন্টে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, আকাশে তিনটি তারা জ্বলজ্বল করে জ্বলছে। আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা দেখছেন তাদের তিনটি বিশ্বকাপ জয়ের মুহূর্ত। ১৯৭৮, ১৯৮৬ সালে নিজেদের প্রথম দুই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। যার মধ্যে ১৯৮৬-এর বিশ্বকাপ জিতেছিল প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জেতে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এএফএ ক্যাপশন দিয়েছে, ‘এটা হওয়ারই ছিল। এর বাইরে অন্য কিছু হতে পারত না। আকাশেই এটা লেখা হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের বর্ষপূর্তির শুভেচ্ছা।’
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল—প্রতিটি রাউন্ডেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে এই পুরস্কার (গোল্ডেন বল) জয়ের কীর্তি গড়েন মেসি। বিশ্বকাপ শেষে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। গত রাতে শিরোপা জয়ের স্মৃতিচারণ করে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর। অবিস্মরণীয় স্মৃতি, যা সারা জীবন থাকবে। সবাইকে শুভ বার্ষিকী’। এরপর আর্জেন্টিনার পতাকা ও শিরোপা জুড়ে দিয়েছেন তিনি।
১৮ ডিসেম্বর দিনটিকে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা চাইলেও কি ভুলতে পারবেন? এর উত্তর হবে এক কথায় ‘না’। গত বছরের ১৮ ডিসেম্বর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। লিওনেল মেসি পেয়েছেন পরম আরাধ্য বিশ্বকাপের ছোঁয়া। ‘রেকর্ডের বরপুত্র’ করেছেন বিশ্বজয়।
মেসি ও আর্জেন্টিনার সেই বিশ্বজয়ের এক বছর পূর্ণ হলো গতকাল। আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বজয়ের এক বছরের পূর্তি স্মরণ করছেন অনেকে বিভিন্নভাবে। ভক্ত-সমর্থকদের কেউ সামাজিক মাধ্যমে গত বছরের ভিডিও, ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিদের বিশ্বজয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছে বিশেষভাবে। এএফএ গত রাতে নিজেদের টুইটার অ্যাকাউন্টে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, আকাশে তিনটি তারা জ্বলজ্বল করে জ্বলছে। আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা দেখছেন তাদের তিনটি বিশ্বকাপ জয়ের মুহূর্ত। ১৯৭৮, ১৯৮৬ সালে নিজেদের প্রথম দুই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। যার মধ্যে ১৯৮৬-এর বিশ্বকাপ জিতেছিল প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জেতে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এএফএ ক্যাপশন দিয়েছে, ‘এটা হওয়ারই ছিল। এর বাইরে অন্য কিছু হতে পারত না। আকাশেই এটা লেখা হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের বর্ষপূর্তির শুভেচ্ছা।’
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল—প্রতিটি রাউন্ডেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে এই পুরস্কার (গোল্ডেন বল) জয়ের কীর্তি গড়েন মেসি। বিশ্বকাপ শেষে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। গত রাতে শিরোপা জয়ের স্মৃতিচারণ করে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর। অবিস্মরণীয় স্মৃতি, যা সারা জীবন থাকবে। সবাইকে শুভ বার্ষিকী’। এরপর আর্জেন্টিনার পতাকা ও শিরোপা জুড়ে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
২৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে