এই জয় নিয়ে একটু মাথা তুলে দাঁড়াল তো পরের ম্যাচে হার—গত কয়েক মৌসুম ধরে এই দৃশ্য ও ঘটনার সঙ্গে যেন পরিচিত হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। বার্নলির বিপক্ষে পয়েন্ট হারানোর শোক কাটতে না কাটতেই নতুন মাসে প্রথম ম্যাচ খেলতে নেমে বিধ্বস্ত হয়েছে এরিক টেন হাগের দল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরেছে ৪-০ গোলে!
সেলহার্স্ট পার্কে বড় ব্যবধানে হারের পর বেশ কয়েকটি লজ্জার রেকর্ড গড়েছে ইউনাইটেড। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে হারল রেড ডেভিলরা। লিগে এক মৌসুমে এটিই তাদের সর্বোচ্চ হার। প্রথমবারের মতো ক্লাব ইতিহাসে লন্ডনে এক মৌসুমে পাঁচ ম্যাচে হারেরও রেকর্ড গড়ল টেন হাগের শিষ্যরা।
এখানেই শেষ নয় ইউনাইটেডের লজ্জার কীর্তির। প্যালেসকে প্রথমবারের মতো নিজেদের জালে দুইয়ের বেশি গোল দিতে দিয়েছে রেড ডেভিলরা। সেলহার্স্ট পার্কে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেড গোল হজম করেছে ৮১টি। ১৯৭৬-৭৭ মৌসুমের পর যা তাদের পক্ষে সর্বোচ্চ। সেই মৌসুমেও ৮১ গোল হজম করেছিল তারা। লিগে ইউনাইটেডের বাকি আরও ৩ ম্যাচ। আর একটি গোল হজম করলেই নিজেদের ৫১ বছরের সেই পুরোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে।
প্যালেসের কাছে হেরে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলাটাও শঙ্কার মুখে ইউনাইটেডের। ৫৪ পয়েন্ট লিগে আট নম্বরে তারা। রেড ডেভিলরা কখনো সাতের নিচে লিগ শেষ করেনি। এবার কি না গড়া রেকর্ডটাও টেন হাগের অধীনে গড়ে ফেলবে তারা? ইউনাইটেডের এর চেয়ে বাজে মৌসুম কেটেছিল ১০ বছর আগে। ২০১৪ সালে ডেভিড ময়েসের অধীনে লিগ শেষ করেছিল সাতে থেকে। সেই ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৬৪। এবার তার সেই রেকর্ডও ভাঙার মুখে তারা।
এই জয় নিয়ে একটু মাথা তুলে দাঁড়াল তো পরের ম্যাচে হার—গত কয়েক মৌসুম ধরে এই দৃশ্য ও ঘটনার সঙ্গে যেন পরিচিত হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। বার্নলির বিপক্ষে পয়েন্ট হারানোর শোক কাটতে না কাটতেই নতুন মাসে প্রথম ম্যাচ খেলতে নেমে বিধ্বস্ত হয়েছে এরিক টেন হাগের দল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরেছে ৪-০ গোলে!
সেলহার্স্ট পার্কে বড় ব্যবধানে হারের পর বেশ কয়েকটি লজ্জার রেকর্ড গড়েছে ইউনাইটেড। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে হারল রেড ডেভিলরা। লিগে এক মৌসুমে এটিই তাদের সর্বোচ্চ হার। প্রথমবারের মতো ক্লাব ইতিহাসে লন্ডনে এক মৌসুমে পাঁচ ম্যাচে হারেরও রেকর্ড গড়ল টেন হাগের শিষ্যরা।
এখানেই শেষ নয় ইউনাইটেডের লজ্জার কীর্তির। প্যালেসকে প্রথমবারের মতো নিজেদের জালে দুইয়ের বেশি গোল দিতে দিয়েছে রেড ডেভিলরা। সেলহার্স্ট পার্কে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেড গোল হজম করেছে ৮১টি। ১৯৭৬-৭৭ মৌসুমের পর যা তাদের পক্ষে সর্বোচ্চ। সেই মৌসুমেও ৮১ গোল হজম করেছিল তারা। লিগে ইউনাইটেডের বাকি আরও ৩ ম্যাচ। আর একটি গোল হজম করলেই নিজেদের ৫১ বছরের সেই পুরোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে।
প্যালেসের কাছে হেরে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলাটাও শঙ্কার মুখে ইউনাইটেডের। ৫৪ পয়েন্ট লিগে আট নম্বরে তারা। রেড ডেভিলরা কখনো সাতের নিচে লিগ শেষ করেনি। এবার কি না গড়া রেকর্ডটাও টেন হাগের অধীনে গড়ে ফেলবে তারা? ইউনাইটেডের এর চেয়ে বাজে মৌসুম কেটেছিল ১০ বছর আগে। ২০১৪ সালে ডেভিড ময়েসের অধীনে লিগ শেষ করেছিল সাতে থেকে। সেই ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৬৪। এবার তার সেই রেকর্ডও ভাঙার মুখে তারা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৪ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৬ ঘণ্টা আগে