Ajker Patrika

ম্যানসিটিতে গেলে ‘ঘর ভাঙত’ হ্যারি কেনের

ম্যানসিটিতে গেলে ‘ঘর ভাঙত’ হ্যারি কেনের

চলতি দলবদলে টটেনহাম ছেড়ে হ্যারি কেনের ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সিটিতে না গিয়ে টটেনহামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কেন। তাঁর এই সিদ্ধান্ত সিটি ভক্তদের নিরাশ করলেও, খুশি হতে পারেন কেনের স্ত্রী কেটি গুডল্যান্ড। তাঁকে খুশি হওয়ার মতো সংবাদটি দিয়েছেন ম্যানসিটি স্ট্রাইকার রিয়াদ মাহারেজের সাবেক স্ত্রী রিটা জোহাল। বলেছেন, সিটিতে গেলে ‘সংসার ভেঙে’ যেত কেনের। 

২০১৮ সালে লেস্টার সিটি থেকে ম্যানসিটিতে আসেন মাহারেজ। এরপর থেকে সিটির ফরোয়ার্ড লাইনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই আলজেরিয়ান তারকা। তবে জোহালের দাবি, সিটিতে গিয়ে বদলে যাওয়া মাহারেজের কারণে ভেঙে গেছে তাঁদের সংসার। জোহাল বলেছেন, ‘আমি অন্যের জীবন নিয়ে কথা বলতে পারি না। কিন্তু সেখানে (ম্যানসিটি) গিয়ে আমার স্বামী বদলে গিয়েছিল। হ্যারি কেনের স্ত্রী সম্ভবত সৌভাগ্যবশত বেঁচে গেছে। বাকিদেরও সতর্ক থাকা উচিত।’ 

সিটিতে গিয়ে পাওয়া খ্যাতিই মাহারেজকে বদলে দিয়েছে উল্লেখ করে জোহাল আরও বলেন, ‘খ্যাতি রিয়াদের (মাহারেজ) মাথা ঘুরিয়ে দিয়েছিল। ম্যানচেস্টার সিটিতে গিয়ে সে একেবারেই বদলে গেল। রিয়াদের সঙ্গে প্রথম যখন আমার দেখা হয়েছিল, তখন সে একেবারেই অন্য মানুষ ছিল।’

এত কিছুর পরও অবশ্য রিয়াদকে ঘৃণা করেন না জোহাল, ‘আমি তাকে ঘৃণা করি না। তবে সে যা করেছে তাতে আমি স্তম্ভিত ও মুষড়ে পড়েছিলাম। হঠাৎ করেই সে আমাকে ছেড়ে চলে গেল। ম্যানসিটির হয়ে খেলার চাপকে দায়ী করেছিল সে।’ 

২০১৪ সালে জোহাল ও মাহারেজের প্রথম লন্ডনে দেখা হয়েছিল। দেখা হওয়ার চার মাসের মাথায় তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বর্তমানে সিটির সাবেক ফুটবলার অ্যাশলে ওয়ার্ডের মেয়ে টেলর ওয়ার্ডের সঙ্গে প্রেম করছেন মাহারেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত