Ajker Patrika

মার্তিনেজের আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি 

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৪: ৩০
মার্তিনেজের আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি 

১২ ঘণ্টারও কম সময়ের জন্য আজ বাংলাদেশে এসেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভোর ৫টায় ঢাকায় এসেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সঙ্গে দেখা করে মুগ্ধ মাশরাফি বিন মর্তুজা।

৩৮ ঘণ্টার লম্বা যাত্রা শেষে ভোরে ঢাকায় পৌঁছেছেন মার্তিনেজ। সামান্য বিশ্রাম শেষে সকাল ৯টার দিকে চলে এসেছেন বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট, নেক্সট ভেঞ্চারের কার্যালয়ে। মার্তিনেজের ঢাকা সফরের ব্যবস্থা করেছে এ প্রতিষ্ঠান। সেখানে তিনি ছিলেন ঘণ্টাখানেকের মতো। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, মার্তিনেজের বাড্ডায় দেখা মাশরাফির। আর্জেন্টিনা-অন্তপ্রাণ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এসেছিলেন তাঁর সন্তানদের নিয়ে। মার্তিনেজের আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘আজ আসলে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য। যখন বললাম, এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছা আছে? ওরা লাফাচ্ছিল। এমিকে দেখবে বলে গত দুই দিন তারা ঠিকমতো ঘুমোতে পারছিল না। আজ এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায়। সে এত আন্তরিকতা দেখাল, এক কথায় অসাধারণ। এমনকি সে ছবিও তুলে দিল ওদের সঙ্গে। তারা এখন মহাখুশি, আর তাদের খুশিতে আমিও মহাখুশি।’

মার্তিনেজের নৈপুণ্যেই ২০২১ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। তাতে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির প্রথম শিরোপা জেতা হয়। একই সঙ্গে ২৮ বছর পর কোনো বৈশ্বিক শিরোপা জেতে আকাশি-নীলরা। আর্জেন্টাইন গোলরক্ষককে তখন থেকেই পছন্দ মাশরাফির, ‘এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা। লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে। কিন্তু সৌদি আরবের সঙ্গে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত