দলের স্বার্থেই নিজ দায়িত্বে ঝুঁকি নেন শামীম
ধর তক্তা, মার পেরেক নীতিতেই চলে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশেষ করে, ছয়-সাত নম্বরে যাঁরা ব্যাটিং করেন, তাঁদের অত বেশি চিন্তা করে খেলার সময় থাকে না। শামীম হোসেন পাটোয়ারীর মতো ব্যাটারদের তাই একটু ঝুঁকি নিয়েই খেলতে হয়।