Ajker Patrika

আবারও ব্যর্থ সাকিব, হেরেছে দলও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২: ০৩
সাকিব আল হাসান নিজেকে হারিয়ে খুঁজছেন। ছবি: ক্রিকইনফো
সাকিব আল হাসান নিজেকে হারিয়ে খুঁজছেন। ছবি: ক্রিকইনফো

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শুরু করেছিল দুবাই ক্যাপিটালস। কিন্তু হঠাৎ করেই সাকিবের ছন্দপতন। টানা দুই ম্যাচে তিনি যেমন বাজে খেলেছেন, দলেরও হচ্ছে ভরাডুবি।

১০ জুলাই জিএসএলে অভিষেক ম্যাচেই ৫৮ রান করেছিলেন সাকিব। পরের দুই ম্যাচে তাঁকে আর সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। শেষ দুই ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। যার মধ্যে আজ ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে করেছেন ৪ রান। দুবাই ম্যাচটি হেরেছে ৫৭ রানে।

১৩৯ রানের লক্ষ্যে নেমে রানরেট বজায় রেখে যেমন এগোতে থাকে দুবাই। একই সঙ্গে তারা উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। একটা পর্যায়ে দুবাইয়ের স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ৪ উইকেটে ৪২ রান। যেখানে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাকিবকে (৪) বোল্ড করেন মঈন আলী। পরবর্তীতে আর ঘুরেই দাঁড়াতে পারেনি দুবাই। ৩৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৫.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় দলটি। দুবাইয়ের ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন নিরোশান ডিকভেলা। ১৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।

গায়ানার ইমরান তাহির নিয়েছেন ৪ উইকেট। ৩.৪ ওভারে খরচ করেন ১২ রান। তবে ম্যাচসেরার পুরস্কার তিনি পাননি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গায়ানা অলরাউন্ডার মঈন। ৩৮ বলে দুটি করে চার ও ছক্কায় করেন ৪০ রান। বোলিংয়ে ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ১ উইকেট। দিয়েছেন এক ওভার মেডেন।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৩৮ রান। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন মঈন। দুবাইয়ের কালিম সানা নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ৩১ রান। সাকিব ৪ ওভারে ২১ রান দিলেও কোনো উইকেট পাননি।

গায়ানায় শুক্রবার রাতে হোবার্ট হারিকেন্সের কাছে ৭ উইকেটে হেরেছিল দুবাই ক্যাপিটালস। দুবাইয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করে ১৭ ওভারেই জয় তুলে নিয়েছে। আজ ভোরে এটার চেয়েও কম লক্ষ্য পেয়ে জিততে তো পারল না দুবাই। আর প্রথম ম্যাচে ৫৮ রানের পর ৭ ও ৪ রান করেছেন সাকিব। নিজের সবশেষ দুই ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। দুবাই ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে। পাঁচ দলের মধ্যে পাঁচ নম্বরে থাকা সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এখনো পর্যন্ত ২ ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত