নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুবমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র পাঁচ বছর আগে। বয়সেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চেয়ে পাঁচ বছরের ছোট। কিন্তু এই অল্প সময়েই গিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতাচ্ছেনও।
অন্যদিকে লিটন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক দশক ধরে। মাঝে মাঝে ভালো ইনিংস খেললেও বছরের বেশির ভাগ সময় তিনি থাকেন রানখরায়। কাল লঙ্কানদের বিপক্ষে ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি করলেন। ইনিংসটি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশ্নটা থেকেই যায়—লিটনের এমন ইনিংস কেন আরও বেশি হয় না?
লিটনের পারফরম্যান্স নিয়ে তাই হতাশ দেশের সাবেকরাও। আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘একজন খেলোয়াড় শুবমান গিল সারা বছর রানের পর রান করে যাচ্ছে। আর লিটন দাস ১০ বছর আগে থেকে খেলছে। ওই সময় বড় দলের বিপক্ষে ৬০-৭০ রান করত। এখন কেন পারছে না?’
পাইলট মনে করেন, সমস্যা লিটনের স্কিলে নয়, সমস্যাটা মাথায়, ‘ও রিভার্স সুইপ, পুল, সুইপ—সব শট পারে। স্কিলে দুর্দান্ত। ও যখন ভালো ব্যাটিং করে, দেখতে দারুণ লাগে। কিন্তু ধারাবাহিক না হওয়ার কারণ ব্রেইন। মেধা কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই বুঝতে হবে। আমার মনে হয়, লিটন এখনো নিজের ৫০ ভাগও দিতে পারেনি।’
কলম্বোয় আগামী পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল। ১-১ সমতায় থাকায় অঘোষিত ফাইনাল শেষ ম্যাচটি। লিটনও চাইবেন নিয়মিত অধিনায়কত্বের শুরুটা যেন সিরিজ জয় দিয়েই হয়। এ জন্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুবমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র পাঁচ বছর আগে। বয়সেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চেয়ে পাঁচ বছরের ছোট। কিন্তু এই অল্প সময়েই গিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতাচ্ছেনও।
অন্যদিকে লিটন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক দশক ধরে। মাঝে মাঝে ভালো ইনিংস খেললেও বছরের বেশির ভাগ সময় তিনি থাকেন রানখরায়। কাল লঙ্কানদের বিপক্ষে ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি করলেন। ইনিংসটি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশ্নটা থেকেই যায়—লিটনের এমন ইনিংস কেন আরও বেশি হয় না?
লিটনের পারফরম্যান্স নিয়ে তাই হতাশ দেশের সাবেকরাও। আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘একজন খেলোয়াড় শুবমান গিল সারা বছর রানের পর রান করে যাচ্ছে। আর লিটন দাস ১০ বছর আগে থেকে খেলছে। ওই সময় বড় দলের বিপক্ষে ৬০-৭০ রান করত। এখন কেন পারছে না?’
পাইলট মনে করেন, সমস্যা লিটনের স্কিলে নয়, সমস্যাটা মাথায়, ‘ও রিভার্স সুইপ, পুল, সুইপ—সব শট পারে। স্কিলে দুর্দান্ত। ও যখন ভালো ব্যাটিং করে, দেখতে দারুণ লাগে। কিন্তু ধারাবাহিক না হওয়ার কারণ ব্রেইন। মেধা কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই বুঝতে হবে। আমার মনে হয়, লিটন এখনো নিজের ৫০ ভাগও দিতে পারেনি।’
কলম্বোয় আগামী পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল। ১-১ সমতায় থাকায় অঘোষিত ফাইনাল শেষ ম্যাচটি। লিটনও চাইবেন নিয়মিত অধিনায়কত্বের শুরুটা যেন সিরিজ জয় দিয়েই হয়। এ জন্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—খুবই গুরুত্বপূর্ণ।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়রা।
২ মিনিট আগেবাবা হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। গতকাল রাতে সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবাদতের বাবা নিজাম উদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
৩৭ মিনিট আগেশ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের সমীকরণ পক্ষে আসায় এশিয়া কাপের সুপার ফোরের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের সহায়তায় গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগেঅম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
১১ ঘণ্টা আগে