Ajker Patrika

ব্রেভিস-ঝড়ে জিম্বাবুয়েকে হারাল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২১: ১৭
জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স
জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স

সহজ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে আজ জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে। লক্ষ্য তাড়ার শুরুটা অবশ্য সহজ ছিল না। ৩৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চাপে না পড়ে বরং সেখান থেকে ঝোড়ো এক ইনিংস উপহার দেন ডেওয়াল্ড ব্রেভিস। ফলে ২৫ বল হাতে রেখে ১৪২ রান তাড়া করে প্রোটিয়ারা।

১৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪১ রান করায় ম্যাচসেরা হন ব্রেভিস। যদিও ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন রুবিন হারমান। ২৩ রানে অপরাজিত থাকেন করবিন বশ। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ৩ ও ট্রেভর গোয়ান্ডু নেন দুই উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ফিফটির পরও ৬ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি স্বাগতিকেরা। ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন রাজা। প্রোটিয়াদের হয়ে ১০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন জর্জ লিন্ডা। দ্বিতীয় ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত