ক্রীড়া ডেস্ক
এইডেন মার্করামের সেঞ্চুরিতে লর্ডসে ১৪ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। এক মাস পর প্রোটিয়া এই চ্যাম্পিয়ন ক্রিকেটার আইসিসির থেকেও পেয়েছেন পুরস্কার।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে হারিয়ে আইসিসির ২০২৫-এর জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্করাম। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। রাবাদা-মার্করাম গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই শুধু খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফাইনালে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে করেন ১৩৬ রান। দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি। আর রাবাদা ফাইনালে নেন ৯ উইকেট। যার মধ্যে ৫ উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে।
আইসিসির মাসসেরার পুরস্কার জেতার পর দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ফাইনাল জয়ের কথা উল্লেখ করেছেন মার্করাম। পুরো দলীয় প্রচেষ্টায় প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মার্করাম বলেন, ‘আইসিসির এই পুরস্কার জেতা অনেক সম্মানের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয় ও দলের জয়ে অবদান রাখা আমার জন্য অনেক সম্মানের। লর্ডসে শিরোপা জেতা দক্ষিণ আফ্রিকার জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। পুরো দলীয় প্রচেষ্টাতেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব ছিল। কাগিসো রাবাদা ও টেম্বা বাভুমারও অবদান ছিল।’
নিশাংকা জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ম্যাচই খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সিরিজের দুই টেস্টে ১২৩ গড়ে ৩৬৯ রান করেন তিনি। তিন ইনিংসের মধ্যে দুটিতে ছিল সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। অস্ট্রিয়ার করনবীর সিং গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪৬৫ রান করেন। আর নেপালের সন্দ্বীপ লামিচানে জুনে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন।
১৯৯৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে আইসিসি ইভেন্টে সেমিফাইনালের চক্রে আটকে গিয়েছিল অনেকবার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার কাছাকাছি গিয়েও দক্ষিণ আফ্রিকা হেরেছিল ভারতের কাছে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা।
এইডেন মার্করামের সেঞ্চুরিতে লর্ডসে ১৪ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। এক মাস পর প্রোটিয়া এই চ্যাম্পিয়ন ক্রিকেটার আইসিসির থেকেও পেয়েছেন পুরস্কার।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে হারিয়ে আইসিসির ২০২৫-এর জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্করাম। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। রাবাদা-মার্করাম গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই শুধু খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফাইনালে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে করেন ১৩৬ রান। দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি। আর রাবাদা ফাইনালে নেন ৯ উইকেট। যার মধ্যে ৫ উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে।
আইসিসির মাসসেরার পুরস্কার জেতার পর দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ফাইনাল জয়ের কথা উল্লেখ করেছেন মার্করাম। পুরো দলীয় প্রচেষ্টায় প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মার্করাম বলেন, ‘আইসিসির এই পুরস্কার জেতা অনেক সম্মানের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয় ও দলের জয়ে অবদান রাখা আমার জন্য অনেক সম্মানের। লর্ডসে শিরোপা জেতা দক্ষিণ আফ্রিকার জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। পুরো দলীয় প্রচেষ্টাতেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব ছিল। কাগিসো রাবাদা ও টেম্বা বাভুমারও অবদান ছিল।’
নিশাংকা জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ম্যাচই খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সিরিজের দুই টেস্টে ১২৩ গড়ে ৩৬৯ রান করেন তিনি। তিন ইনিংসের মধ্যে দুটিতে ছিল সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। অস্ট্রিয়ার করনবীর সিং গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪৬৫ রান করেন। আর নেপালের সন্দ্বীপ লামিচানে জুনে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন।
১৯৯৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে আইসিসি ইভেন্টে সেমিফাইনালের চক্রে আটকে গিয়েছিল অনেকবার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার কাছাকাছি গিয়েও দক্ষিণ আফ্রিকা হেরেছিল ভারতের কাছে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৪০ মিনিট আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে