ক্রীড়া ডেস্ক
লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম তিন দিনের খেলা এগোচ্ছিল প্রথাগত টেস্ট মেজাজেই। দুই দলই খেলতে থাকে সমান তালে। কিন্তু আজ চতুর্থ দিনে এসে হঠাৎ ঘুরে যায় ম্যাচের গতিপথ। ভারতের আগুনে বোলিংয়ে ২০০ রানও করতে পারল না ইংলিশরা।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড লর্ডসে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। যার ফলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যা রান করত, সেটাই হতো ভারতের লক্ষ্য। একটা পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৪ রান। চোখের পলকে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ১৯২ রানে। ১৯৩ রানের লক্ষ্যে এরই মধ্যে ব্যাটিংয়ে নেমেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেটে ৩৫ রান করেছে সফরকারীরা।
বিনা উইকেটে ২ রান থেকে আজ চতুর্থ দিনে খেলতে নামে ইংল্যান্ড। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। ১৪.৪ ওভারে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৫০ রান। চতুর্থ উইকেট জুটিতে কিছুটা ওয়ানডের গতিতে রান উঠতে থাকে। জো রুট টেস্ট মেজাজে খেললেও হ্যারি ব্রুক তুলনামূলক আক্রমণাত্মক খেলতে থাকেন। ওয়ানডে মেজাজে খেলতে থাকা ব্রুক বোল্ড হয়েছেন আকাশ দীপের বলে। ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ব্রুক করেছেন ২৩ রান।
ব্রুকের বিদায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৪ উইকেটে ৮৭ রান। পঞ্চম উইকেটে ১২৮ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন রুট-স্টোকস। ৪৩তম ওভারের চতুর্থ বলে রুটকে (৪০) বোল্ড করে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের ইনিংসে এখান থেকেই মড়ক লাগার শুরু। ৩৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। রুটের ৪০ রানই স্বাগতিকদের ইনিংসের সর্বোচ্চ রান। ভারতের ওয়াশিংটন নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। নিতিশ কুমার রেড্ডি ও আকাশ দীপ নিয়েছেন একটি করে উইকেট।
লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম তিন দিনের খেলা এগোচ্ছিল প্রথাগত টেস্ট মেজাজেই। দুই দলই খেলতে থাকে সমান তালে। কিন্তু আজ চতুর্থ দিনে এসে হঠাৎ ঘুরে যায় ম্যাচের গতিপথ। ভারতের আগুনে বোলিংয়ে ২০০ রানও করতে পারল না ইংলিশরা।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড লর্ডসে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। যার ফলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যা রান করত, সেটাই হতো ভারতের লক্ষ্য। একটা পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৪ রান। চোখের পলকে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ১৯২ রানে। ১৯৩ রানের লক্ষ্যে এরই মধ্যে ব্যাটিংয়ে নেমেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেটে ৩৫ রান করেছে সফরকারীরা।
বিনা উইকেটে ২ রান থেকে আজ চতুর্থ দিনে খেলতে নামে ইংল্যান্ড। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। ১৪.৪ ওভারে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৫০ রান। চতুর্থ উইকেট জুটিতে কিছুটা ওয়ানডের গতিতে রান উঠতে থাকে। জো রুট টেস্ট মেজাজে খেললেও হ্যারি ব্রুক তুলনামূলক আক্রমণাত্মক খেলতে থাকেন। ওয়ানডে মেজাজে খেলতে থাকা ব্রুক বোল্ড হয়েছেন আকাশ দীপের বলে। ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ব্রুক করেছেন ২৩ রান।
ব্রুকের বিদায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৪ উইকেটে ৮৭ রান। পঞ্চম উইকেটে ১২৮ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন রুট-স্টোকস। ৪৩তম ওভারের চতুর্থ বলে রুটকে (৪০) বোল্ড করে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের ইনিংসে এখান থেকেই মড়ক লাগার শুরু। ৩৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। রুটের ৪০ রানই স্বাগতিকদের ইনিংসের সর্বোচ্চ রান। ভারতের ওয়াশিংটন নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। নিতিশ কুমার রেড্ডি ও আকাশ দীপ নিয়েছেন একটি করে উইকেট।
ট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
৬ মিনিট আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
২২ মিনিট আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৩ ঘণ্টা আগে