ক্রীড়া ডেস্ক
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কার্ড দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। একটা দলের টেলএন্ডার ব্যাটার অনেক সময় ২৭ রান করে ফেলে, সেখানে পুরো দলই কিনা অলআউট ২৭ রানে।
২৭ রানে অলআউট হলেও অল্পের জন্য টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড থেকে বেঁচে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বাজে রেকর্ডটি এখনো নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে কিউইরা ২৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ৭০ বছর আগের সেই ম্যাচটি হয়েছিল অকল্যান্ডের ইডেন পার্কে।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট এমনিতেই হয়ে উঠেছিল ব্যাটারদের বধ্যভূমি। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল দলগুলো। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯৯ রান থেকে অস্ট্রেলিয়া গতকাল মধ্যরাতে তৃতীয় দিনের খেলা শুরু করে। তাদের নামের পাশে তখন ২৯ ওভার। দিনের খেলা শুরু করতে নেমে মাত্র ৮ ওভার টিকতে পারে অজিরা। ৩৭ ওভারে ১২১ রানে গুটিয়ে গেল অজিরা। তাদের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৫ উইকেট। শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস পেয়েছেন ৪ ও ১ উইকেট।
অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। গতকালের পরও হাতে দুই দিন অতিরিক্ত বাকি ছিল উইন্ডিজের কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার পেসারদের তাণ্ডবে ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে গেল উইন্ডিজ। স্বাগতিকদের ইনিংসের সাত ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সর্বোচ্চ ১১ রান এসেছে জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে। তিনিই শুধু দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৯ রানে নিয়েছেন ৬ উইকেট। স্কট বোল্যান্ড তুলে নিয়েছেন তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তিনি পেয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। ১৭৬ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অজিরা। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ—দুটি পুরস্কারই পেয়েছেন স্টার্ক। ম্যাচে ৪১ রানে নিয়েছেন ৭ উইকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৪৬ রান।
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কার্ড দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। একটা দলের টেলএন্ডার ব্যাটার অনেক সময় ২৭ রান করে ফেলে, সেখানে পুরো দলই কিনা অলআউট ২৭ রানে।
২৭ রানে অলআউট হলেও অল্পের জন্য টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড থেকে বেঁচে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বাজে রেকর্ডটি এখনো নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে কিউইরা ২৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ৭০ বছর আগের সেই ম্যাচটি হয়েছিল অকল্যান্ডের ইডেন পার্কে।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট এমনিতেই হয়ে উঠেছিল ব্যাটারদের বধ্যভূমি। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল দলগুলো। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯৯ রান থেকে অস্ট্রেলিয়া গতকাল মধ্যরাতে তৃতীয় দিনের খেলা শুরু করে। তাদের নামের পাশে তখন ২৯ ওভার। দিনের খেলা শুরু করতে নেমে মাত্র ৮ ওভার টিকতে পারে অজিরা। ৩৭ ওভারে ১২১ রানে গুটিয়ে গেল অজিরা। তাদের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৫ উইকেট। শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস পেয়েছেন ৪ ও ১ উইকেট।
অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। গতকালের পরও হাতে দুই দিন অতিরিক্ত বাকি ছিল উইন্ডিজের কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার পেসারদের তাণ্ডবে ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে গেল উইন্ডিজ। স্বাগতিকদের ইনিংসের সাত ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সর্বোচ্চ ১১ রান এসেছে জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে। তিনিই শুধু দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৯ রানে নিয়েছেন ৬ উইকেট। স্কট বোল্যান্ড তুলে নিয়েছেন তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তিনি পেয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। ১৭৬ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অজিরা। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ—দুটি পুরস্কারই পেয়েছেন স্টার্ক। ম্যাচে ৪১ রানে নিয়েছেন ৭ উইকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৪৬ রান।
ট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
৮ মিনিট আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
২৫ মিনিট আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৩ ঘণ্টা আগে