Ajker Patrika

পাকিস্তানে খেলতে গিয়ে কোন বিপদের সামনে আমিরাতের ক্রিকেটার 

পাকিস্তানে খেলতে গিয়ে কোন বিপদের সামনে আমিরাতের ক্রিকেটার 

উসমান খানের সামনে যেন শাঁখের করাত। সংযুক্ত আরব আমিরাতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়নি। জন্মভূমি পাকিস্তানের হয়ে খেলবেন, এমন এক সম্ভাবনার সামনে দাড়িয়ে তিনি। তখনই পড়তে যাচ্ছেন বিপদে।

রাওয়ালিপিন্ডিতে ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে কাকুলে সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন ক্যাম্প শুরু করেছে পাকিস্তান। ২৯ সদস্যের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন উসমান। পাকিস্তানে খেলতে চেয়ে উসমান আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি ভেঙেছেন কি না—সেটা তদন্ত করে দেখবে ইসিবি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, শুধু বোর্ডের ব্যাপারই নয়। আমিরাত ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টি, টি-টেনসহ আমিরাতের সাদা বলের ক্রিকেট লিগগুলোতেও কোনো ধরনের চুক্তি ভেঙেছেন কি না, সেটাও পর্যালোচনা করবে ইসিবি। ক্রিকইনফোকে ইসিবির সূত্ররা জানিয়েছেন যে পর্যালোচনা করে দ্রুতই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ধারণা করা হচ্ছে, আমিরাতের লিগ ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

উসমান চুক্তি ভেঙেছেন এমন কিছু যদি জানা যায়, তাহলে তার ‘ওয়ার্ক পারমিট’ পাওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যে প্রক্রিয়া পূর্ণ করতে হয়, এখনো সেটার ১৪ মাস বাকি আছে। তবে উসমান মনে করেন, তিনি কোনোরকম চুক্তি ভাঙেননি। এখনো তার চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ড আছে বলে আমিরাতি ক্রিকেটারের দাবি। ইসিবির দেওয়া যেকোনো ধরনের শাস্তিও তিনি মাথা পেতে নিতে রাজি।

২০২৪ পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে উসমানের ব্যাট থেকে। মুলতান সুলতানসের হয়ে ৭ ম্যাচে করেন ৪৩০ রান। ২টি করে সেঞ্চুরি ও ফিফটি করেন তিনি। গড় ১০৭.৫ ও স্ট্রাইকরেট ১৬২.১৪। তবে ফাইনালে মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামাবাদ ইউনাইটেড। পিএসএল ইতিহাসে ৩ সেঞ্চুরি করে উসমান যৌথভাবে কামরান আকমলের সঙ্গে শীর্ষে অবস্থান করছেন। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত