Ajker Patrika

ইংল্যান্ডের ৭৬ বলের তাণ্ডবে নিউজিল্যান্ডের খেলা শেষ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১১: ৪২
নিউজিল্যান্ডকে ক্রাইস্টচার্চে উড়িয়ে দিল ইংল্যান্ড। ছবি: ক্রিকইনফো
নিউজিল্যান্ডকে ক্রাইস্টচার্চে উড়িয়ে দিল ইংল্যান্ড। ছবি: ক্রিকইনফো

টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ের অভ্যাসটা ভালোই রপ্ত করেছে ইংল্যান্ড। ওয়ানডে তো বটেই, বাজবল ঘরানার এই ব্যাটিং মাঝেমধ্যে ছাপিয়ে যায় টি-টোয়েন্টিকেও। অনেক সময় ইংল্যান্ড তাই সাদা পোশাকে ব্যাটিং করলেও ধন্দে পড়ে যেতে হয় এই ভেবে যে এখানে কোন সংস্করণের খেলাটা আসলে হচ্ছে।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জয়ের কাজ অনেকটাই সেরে রেখেছিল ইংল্যান্ড। বাকিটুকু ছিল শুধুই আনুষ্ঠানিকতার। ১০৪ রানের আনুষ্ঠানিকতা সারতে ইংল্যান্ডের লেগেছে কেবল ৭৬ বল। ৮ উইকেটের বিশাল জয়ে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫৫ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৯৯ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ব্ল্যাকক্যাপসরা জমা করতে পেরেছে ২৫৪ রান। ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন টম ব্লান্ডেল। ১৬৭ বলের ইনিংসে মেরেছেন ১২ চার ও ১ ছক্কা। টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে সেরা বোলিং করতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স বেছে নিয়েছেন কিউইদের দ্বিতীয় ইনিংসকেই। ৪২ রানে নিয়েছেন ৬ উইকেট।

১০৪ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে জ্যাক ক্রলিকে কট অ্যান্ড বোল্ড করেন ম্যাট হেনরি। ৮ বলে ১ রান করেন ক্রলি। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন জ্যাকব বেথেল। তিনি ও বেন ডাকেট মিলে নিউজিল্যান্ডের ওপর তাণ্ডব চালানো শুরু করেন। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসা টিম সাউদির ওভার থেকে ডাকেট একাই নিয়েছেন ১৬ রান। এই ওভারে ডাকেট ২ চার ও ১ ছক্কা মেরেছেন।

টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচ হলেও বেথেল যখন দেখলেন ডাকেটের বিধ্বংসী ব্যাটিং, তখন কি আর থেমে থাকা যায়! সপ্তম ওভারে বোলিংয়ে আসা নাথান স্মিথকে ৪টি চার মেরে বেথেল নিলেন ১৬ রান। দ্বিতীয় উইকেটে ৩৩ বলে ৫৪ রানের জুটি গড়েন বেথেল ও ডাকেট। অষ্টম ওভারের প্রথম বলে ডাকেটকে ফিরিয়ে জুটি ভাঙেন উইল ও’রুর্কি। ১৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় ২৭ রান করেন ডাকেট।

দুই ওপেনার ক্রলি ও ডাকেটের বিদায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৭.১ ওভারে ২ উইকেটে ৫৫ রান। হাতে অফুরন্ত সময় থাকলেও ইংল্যান্ডের যে ম্যাচ জেতার জন্য ছিল বড্ড তাড়া। তৃতীয় উইকেটে জো রুট ও ডাকেট ৩৪ বলে ৪৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ইংলিশদের ৮ উইকেটের বিশাল জয় এনে দেন। ১৩তম ওভারের চতুর্থ বলে স্মিথকে ডিপ স্কয়ার লেগে ঠেলে বেথেল এক ঢিলে দুই পাখি মারলেন। বেথেলের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির পাশাপাশি ইংলিশরাও পৌঁছে গেছে জয়ের বন্দরে। ৩৭ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন বেথেল।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন কার্স। ১০৬ রানে নিয়েছেন ১০ উইকেট। তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এক টেস্টে এটাই তাঁর প্রথম ১০ উইকেট নেওয়ার কীর্তি। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ২৪ বলের ইনিংসে মেরেছেন ২ চার ও ৩ ছক্কা।

ক্রাইস্টচার্চ টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই মাস পর ফিরলেন কেইন উইলিয়ামসন। ফেরার ম্যাচে ৭ রানের জন্য হাতছাড়া করলেন ৩৩তম টেস্ট সেঞ্চুরি। টস হেরে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৪৮ রানে। এরপর কিউইদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪৯৯ রান করেছে। ১৯৭ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৭১ রান করেন হ্যারি ব্রুক। ১৫১ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড যে দ্বিতীয় ইনিংসে ২৫৪ রান করেছে, সেখানে উইলিয়ামসন করেন ৬১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মেসির অ্যাসিস্টের রেকর্ড, ইতিহাস গড়ে সেমিফাইনালে মায়ামি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০: ৪৫
এমএলএস কাপ প্লে অফের তৃতীয় ম্যাচে ন্যাশভিলকে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ছবি: এক্স
এমএলএস কাপ প্লে অফের তৃতীয় ম্যাচে ন্যাশভিলকে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ছবি: এক্স

বর্নাঢ্য ক্যারিয়ারে অনেক রেকর্ড ধরা দিয়েছে লিওনেল মেসির হাতে। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে এসে আরও একটি রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার। তাঁর রেকর্ডের দিনে ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে অফের কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।

এমএলএস কাপ প্লে অফের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে ন্যাশভিলকে ৪–০ গোল উড়িয়ে দিয়েছে মায়ামি। জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় ফ্লোরিডার ক্লাবটি। প্রথম দুই ম্যাচ শেষে ১–১ সমতায় থাকায় শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছিল। এমন সমীকরণে মায়ামির কাছে পাত্তাই পেল না ন্যাশভিল।

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন মেসি। ন্যাশভিলের বিপক্ষেও দেখা গেল তেমন চিত্র। মায়ামিকে সেমিফাইনালে নিতে সামনে থেকে নেতৃত্ব দেন দশ নম্বর জার্সিধারী। দুটি গোল করেন তিনি। এছাড়া সতীর্থ তাদেই আলেন্দেকে দিয়েও একটি গোল করান। এটা মেসির ক্যারিয়ারের ৪০০ তম অ্যাসিস্ট।

পেশাদার ফুটবলে খেলা চালিয়ে যাচ্ছেন এমন কারও এই কীর্ত নেই। সব মিলিয়ে তালিকার শীর্ষে আছেন ফেরেঙ্ক পুসকাস। ৪০৪টি অ্যাসিস্ট আছে হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলারের নামের পাশে। পুসকাসকে পেছনে ফেলে শীর্ষে উঠা মেসির জন্য কেবল সময়ের ব্যাপার।

চেজে স্টেডিয়ামে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি মায়ামি। দশম মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে প্রতিপক্ষের চার ডিফেন্ডারের বাধা পেরিয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান মেসি। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক পিএসজি তারকা। ৭৩ মিনিটে স্কোরলাইন ৩–০ করেন আলেন্দে। জর্দি আলবার বাড়ানো বল থেকে ঠিকানা খুঁজে নেন এই আর্জেন্টাইন উইঙ্গার। তিন মিনিট পর মেসির রেকর্ডগড়া অ্যাসিস্ট থেকে ব্যবধান বাড়ান আলেন্দে। মায়ামির গোল উৎসবের দিনে একরকম দর্শকের ভূমিকা পালন করেছে ন্যাশভিল। কনফারেন্স ফাইনালে উঠার মিশনে মেসি–আলবাদের প্রতিপক্ষ সিনসিনাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০: ০৮
টানা দুই হারে খাদের কিনারায় বাংলাদেশের যুবারা। ছবি: বিসিবি
টানা দুই হারে খাদের কিনারায় বাংলাদেশের যুবারা। ছবি: বিসিবি

৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে চাইলে ম্যাচটি জিততেই হবে স্বাগতিকদের। টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারায় আজিজুল হাকিম তামিমের দল। যদিও শুরুটা দারুণ হয়েছিল তাঁদের। প্রথম ম্যাচে ডিএল মেথডে ৫ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয় তুলে নেয় আফগানিস্তান। যুবাদের ওয়ানডে ছাড়াও আজ মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

পঞ্চম যুব ওয়ানডে

বাংলাদেশ-আফগানিস্তান

সকাল ৯টা, সরাসরি

টি স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানসিটি-লিভারপুল

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নারী ক্রিকেটে যৌন নিপীড়নের অভিযোগ

স্বাধীন তদন্ত চাইছেন বিসিবির অনেকেই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জাহানারা আলম।
জাহানারা আলম।

যৌন নিপীড়নের ভয়ংকর অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটার জাহানারা আলম। তাঁর সমর্থনে মুখ খুলেছেন সাবেক নারী ক্রিকেটার রুমানা আহমেদও। দেশের নারী ক্রিকেটে বিরাজমান এ অস্থিরতার মধ্যে দুই দিন আগেই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির সাবেক নারী কোচের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের যথাযথ নিষ্পত্তি কি বিসিবির তদন্তেই সম্ভব?

এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর এই দাবিকে যৌক্তিক মনে করছেন অনেকেই। এমনকি বিসিবির অনেক কর্মকর্তাও মনে করেন অভিযোগ সত্য না মিথ্যা, সেটার তদন্ত স্বাধীন, নিরপেক্ষ একটা কমিটির মাধ্যমেই হওয়া উচিত। এ ক্ষেত্রে তাঁদের যা যুক্তি, সেটি মিলে যাচ্ছে তামিমের সঙ্গেই। তামিম স্বাধীন তদন্ত কমিটির পক্ষে যুক্তি দেখিয়েছিলেন, কমিটিতে বিসিবিসংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিসিবির যেসব কর্মকর্তা স্বাধীন তদন্ত কমিটির পক্ষে তাঁরাও বলছেন, তদন্তের ফলাফল নিয়ে বিভ্রান্তি এড়াতে, অধিকতর স্বচ্ছতার জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটির বিকল্প নেই। বিসিবির বাইরে স্বাধীন তদন্ত কমিটি হলে তা অধিকতর গ্রহণযোগ্য হবে এবং এর গ্রহণযোগ্যতার সঙ্গে জড়িয়ে আছে বিসিবির দায়মুক্তির ব্যাপারও। নারী বিভাগে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, সাবেক এক খেলোয়াড় বললেন, বিসিবির কর্মকর্তা, কোচিং স্টাফ ও খেলোয়াড়ের বিরুদ্ধেই যেহেতু অভিযোগ উঠেছে, এটা বিসিবি সুষ্ঠু তদন্ত করলে মানুষ সহজে বিশ্বাস করবে না। বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই বিসিবির হাতে তদন্তের ভার না রেখে এনএসসিকে দিয়ে দিতে পারে। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির আরেক কর্মকর্তা বললেন, এখানে অনেকেরই দায়মুক্তির ব্যাপার আছে। তদন্ত কমিটিতে বিসিবির এক-দুজন থাকতে পারে, সঙ্গে বাইরে থেকে এমন কয়েকজনকে যুক্ত করতে পারে, যাদের গ্রহণযোগ্যতা থাকবে সবার মধ্যে।

যাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ—নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এখন আর বিসিবিতে নেই। তিনি বর্তমানে কাজ করছেন চীন নারী দলের প্রধান কোচ হিসেবে। তিনি কাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘যেকোনো তদন্ত কমিটিকে ফেস করতে তৈরি। আমি দেশে আসব। কেন দেশে আসব না? আমাকে দেশে আসতেই হবে।’ মঞ্জুর সাবেক সহকর্মীদের এখনো কেউ বোর্ডে আছেন, জাতীয় দলে কাজ করছেন। কেউ ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। তাঁদের স্বস্তির কর্মপরিবেশের জন্যও স্বাধীন তদন্ত কমিটির প্রয়োজনীয়তা বিসিবির অনেকে অনুভব করছেন।

আইসিসির ত্রৈমাসিক সভায় যোগ দিয়ে গতকাল দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল আজ ও কাল ব্যস্ত থাকবেন প্রথমবারের মতো দুদিনব্যাপী আয়োজিত দেশের ক্রিকেট কনফারেন্স নিয়ে। এই কনফারেন্সের পরই বিসিবি ঘোষণা দিতে পারে তদন্ত কমিটির সদস্যদের নাম। ঘটনার সুষ্ঠু তদন্ত চায় সরকারও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া আগেই জানিয়ে দিয়েছেন, দায়িত্বশীল জায়গা থেকে এমন কাজ করে কেউ পার পেতে পারে না, এর সঙ্গে জড়িয়ে আছে খেলাধুলায় নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ব্যাপারও। আর সেটা নিশ্চিত করতে পারে শুধু গ্রহণযোগ্য তদন্ত কমিটির তদন্তই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১: ২৪
জাহানারা আলমের অভিযোগের জন্য তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। ফাইল ছবি
জাহানারা আলমের অভিযোগের জন্য তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। ফাইল ছবি

যৌন নিপীড়নের ভয়ংকর অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটার জাহানারা আলম। তাঁর সমর্থনে মুখ খুলেছেন সাবেক নারী ক্রিকেটার রুমানা আহমেদও। দেশের নারী ক্রিকেটে বিরাজমান এ অস্থিরতার মধ্যে দুই দিন আগেই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মধ্যরাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।

কারা আছেন এই কমিটিতে? বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও।

বিসিবির তদন্ত কমিটি গঠনের ঘোষণার পর প্রশ্ন উঠেছিল বিসিবির সাবেক নারী কোচের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের যথাযথ নিষ্পত্তি কি বিসিবির তদন্তেই সম্ভব? জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছিলেন। তাঁর দাবিকে যৌক্তিক মনে করছেন অনেকেই। এমনকি বিসিবির অনেক কর্মকর্তাও মনে করেন অভিযোগ সত্য না মিথ্যা, সেটার তদন্ত স্বাধীন, নিরপেক্ষ একটা কমিটির মাধ্যমেই হওয়া উচিত। এ ক্ষেত্রে তাঁদের যা যুক্তি, সেটি মিলে যাচ্ছে তামিমের সঙ্গেই। তামিম স্বাধীন তদন্ত কমিটির পক্ষে যুক্তি দেখিয়েছিলেন, ‘কমিটিতে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

বিসিবির যে সব কর্মকর্তারাও স্বাধীন তদন্ত কমিটির পক্ষে তাঁরাও বলেছেন, তদন্তের ফলাফল নিয়ে বিভ্রান্তি এড়াতে, অধিকতর স্বচ্ছতার জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটির বিকল্প নেই। বিসিবির বাইরে স্বাধীন তদন্ত কমিটি হলে তা অধিকতর গ্রহণযোগ্য হবে এবং এর গ্রহণযোগ্যতার সঙ্গে জড়িয়ে আছে বিসিবির দায়মুক্তির ব্যাপারও।

এই আকাঙ্খার সঙ্গে সঙ্গতি রেখেই তদন্ত কমিটির সদস্যদের নির্বাচিত করেছে বিসিবি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতির সঙ্গে কমিটিতে আছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাও। আছে কর্পোরেট ব্যাক্তিত্ব রুবাবা দৌলা, যিনি সম্প্রতি একমাত্র নারী পরিচালক হিসেবে বিসিবিতে যোগ দিয়েছেন।

আইসিসির ত্রৈমাসিক সভায় যোগ দিয়ে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দেশে ফেরার পরই দেওয়া গঠন করা হলো তিন সদস্যের কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত