আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শারজায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা যখন মরুর বুকে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।
সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির বাংলাদেশ সময় আজ বেলা ২টা ২৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, শিশিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সাকিব। ছবি পোস্ট করে শিশির ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কের শূন্য রাস্তা।’ তারপর লাভ ইমোজি জুড়ে দিয়ে আবার লিখেছেন, ‘আমাদের প্রিয়।’
ভক্ত-সমর্থকদের প্রতিক্রিয়া ও শেয়ারে মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই শুভ কামনা জানিয়েছেন। ছবিটা যে রাতে তোলা, সেটা ব্যাকগ্রাউন্ডে রাস্তার আলোর ঝলকানি দেখেই বোঝা যাচ্ছে। নিউইয়র্কের সোহো শহরে যখন ছবি তুলেছেন, তখন সেখানে মধ্যরাত। বাংলাদেশের সঙ্গে নিউইয়র্কের সময়ের ব্যবধান ১১ ঘণ্টার বেশি।
বাংলাদেশের হয়ে সাকিব সবশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ভারতের সিরিজের সময় টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। যদিও নানা ঘটনা পরিক্রমায় সেটা হতে হতেও হয়নি। আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শারজায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা যখন মরুর বুকে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।
সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির বাংলাদেশ সময় আজ বেলা ২টা ২৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, শিশিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সাকিব। ছবি পোস্ট করে শিশির ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কের শূন্য রাস্তা।’ তারপর লাভ ইমোজি জুড়ে দিয়ে আবার লিখেছেন, ‘আমাদের প্রিয়।’
ভক্ত-সমর্থকদের প্রতিক্রিয়া ও শেয়ারে মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই শুভ কামনা জানিয়েছেন। ছবিটা যে রাতে তোলা, সেটা ব্যাকগ্রাউন্ডে রাস্তার আলোর ঝলকানি দেখেই বোঝা যাচ্ছে। নিউইয়র্কের সোহো শহরে যখন ছবি তুলেছেন, তখন সেখানে মধ্যরাত। বাংলাদেশের সঙ্গে নিউইয়র্কের সময়ের ব্যবধান ১১ ঘণ্টার বেশি।
বাংলাদেশের হয়ে সাকিব সবশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ভারতের সিরিজের সময় টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। যদিও নানা ঘটনা পরিক্রমায় সেটা হতে হতেও হয়নি। আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি।
সম্পর্ক বদলে গেল একটি পলকে—এবারের এশিয়া কাপ দেখলে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানটি মনে পড়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই গতকাল শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ফেসবুক পেজে হুমড়ি খেয়ে পড়েছিলেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। সেই শ্রীলঙ্কাই এক দিনের মধ্যে হয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন
৩২ মিনিট আগেচ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। আজ ফাইনালে তারা ৪-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। ম্যাচের ৬৩তম মিনিটে মোহামেডানের মিনহাজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সোহেল রানা। বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে জিতেছে মারিও গোমেজের দল।
৪২ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগে নাপোলিকে ডেকে এনে ২–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের জয় ছাপিয়ে এদিন খবরের শিরোনামে উঠে এসেছেন আর্লিং হাল্যান্ড। নিজেদের ঢেরা ইতিহাদ স্টেডিয়ামে স্বাগিতকদের হয়ে একটি গোল করেন এই তারকা স্ট্রাইকার।
১ ঘণ্টা আগে‘এ’ গ্রুপ থেকে ভারত-পাকিস্তানের সুপার ফোরে ওঠা আগেভাগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, ‘বি’ গ্রুপ থেকে কারা উঠবে পরের রাউন্ডে। শেষ পর্যন্ত আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে লঙ্কানরা।
২ ঘণ্টা আগে