২০২৪ সালটা যেন আফগানিস্তানের জন্য ইতিহাস গড়ার। কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলে আফগানরা। ‘জায়ান্ট কিলারের’ তকমা পাওয়া আফগানদের এবারের শিকার দক্ষিণ আফ্রিকা।
আইসিসি ইভেন্ট ছাড়া আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না এত দিন। সবশেষ ত্রিনিদাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানদের নাস্তানাবুদ করেছিল প্রোটিয়ারা। সেই হারের বদলাই গতকাল রাতে শারজায় নিয়েছে আফগানরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ইতিহাস গড়ার পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। নবী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এক অপূর্ব অনুভূতি! আমরা প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছি। এই বিজয়ে দলের অংশ হতে পেরে গর্বিত। আপনাদের দোয়ার প্রত্যাশায়।’
প্রথম কোনো ভেন্যু হিসেবে ওয়ানডেতে ২৫০ ম্যাচ আয়োজনের রেকর্ড হয়েছে গত রাতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দিয়ে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকা ৩৩.৩ ওভারে অলআউট হয়েছিল ১০৬ রানে। রশিদ ৮.৩ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ১০৭ রান তাড়া করতে নেমে ১৪৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রশিদ লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ঐতিহাসিক বিজয়ের জন্য দেশবাসী ও ভক্তদের অভিনন্দন। আফগানিস্তান জিন্দাবাদ।’ ক্যাপশনের শেষে আফগানিস্তানের পতাকা পোস্ট করেছেন।
এবারই প্রথম দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। সেখানে গতকাল প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৬ রানেই ৭ উইকেট হারায় প্রোটিয়ারা। খাদে পড়া দক্ষিণ আফ্রিকা ১০০ পেরোতে পেরেছে উইয়ান মুল্ডারের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে। ৭ নম্বরে নেমে মুল্ডার ৮৪ বলে ৫ চার ও ১ ছক্কায় করেছেন ৫২ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘আমরা কয়েক রান কম করেছিলাম। আশা করি শুক্রবার ভালো কোনো পরিকল্পনা নিয়ে নামতে পারব। তারা আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল। তবে এখনো বিশ্বাস করি যে আমাদের ব্যাটিং ইউনিট খুব শক্তিশালী।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে ম্যাচ-সেরা হয়েছেন ফজলহক ফারুকি। ৭ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। ২০ ও ২২ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। দুটো ম্যাচই হবে শারজায়। এর আগে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়েছিল আফগানিস্তান। আইসিসির ইভেন্টটিতে আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ফারুকি। দুজনেই পেয়েছিলেন ১৭টি করে উইকেট।
২০২৪ সালটা যেন আফগানিস্তানের জন্য ইতিহাস গড়ার। কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলে আফগানরা। ‘জায়ান্ট কিলারের’ তকমা পাওয়া আফগানদের এবারের শিকার দক্ষিণ আফ্রিকা।
আইসিসি ইভেন্ট ছাড়া আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না এত দিন। সবশেষ ত্রিনিদাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানদের নাস্তানাবুদ করেছিল প্রোটিয়ারা। সেই হারের বদলাই গতকাল রাতে শারজায় নিয়েছে আফগানরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ইতিহাস গড়ার পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। নবী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এক অপূর্ব অনুভূতি! আমরা প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছি। এই বিজয়ে দলের অংশ হতে পেরে গর্বিত। আপনাদের দোয়ার প্রত্যাশায়।’
প্রথম কোনো ভেন্যু হিসেবে ওয়ানডেতে ২৫০ ম্যাচ আয়োজনের রেকর্ড হয়েছে গত রাতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দিয়ে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকা ৩৩.৩ ওভারে অলআউট হয়েছিল ১০৬ রানে। রশিদ ৮.৩ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ১০৭ রান তাড়া করতে নেমে ১৪৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রশিদ লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ঐতিহাসিক বিজয়ের জন্য দেশবাসী ও ভক্তদের অভিনন্দন। আফগানিস্তান জিন্দাবাদ।’ ক্যাপশনের শেষে আফগানিস্তানের পতাকা পোস্ট করেছেন।
এবারই প্রথম দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। সেখানে গতকাল প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৬ রানেই ৭ উইকেট হারায় প্রোটিয়ারা। খাদে পড়া দক্ষিণ আফ্রিকা ১০০ পেরোতে পেরেছে উইয়ান মুল্ডারের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে। ৭ নম্বরে নেমে মুল্ডার ৮৪ বলে ৫ চার ও ১ ছক্কায় করেছেন ৫২ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘আমরা কয়েক রান কম করেছিলাম। আশা করি শুক্রবার ভালো কোনো পরিকল্পনা নিয়ে নামতে পারব। তারা আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল। তবে এখনো বিশ্বাস করি যে আমাদের ব্যাটিং ইউনিট খুব শক্তিশালী।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে ম্যাচ-সেরা হয়েছেন ফজলহক ফারুকি। ৭ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। ২০ ও ২২ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। দুটো ম্যাচই হবে শারজায়। এর আগে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়েছিল আফগানিস্তান। আইসিসির ইভেন্টটিতে আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ফারুকি। দুজনেই পেয়েছিলেন ১৭টি করে উইকেট।
বিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
৩ ঘণ্টা আগেখেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে ডিসেম্বরে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন সের্জিও বুসকেতস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসরের বার্তায় এমনটাই জানান ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
৩ ঘণ্টা আগে