Ajker Patrika

আফগানিস্তান সিরিজেও তাহলে নেই সাকিব

আজকের পত্রিকা ডেস্ক­
সাকিব আল হাসান খেলছেন না পরের সিরিজেও। ছবি: ফাইল ছবি
সাকিব আল হাসান খেলছেন না পরের সিরিজেও। ছবি: ফাইল ছবি

ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্টের লাঞ্চ বিরতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মিরপুরে টেস্ট খেলার জন্য সাকিবকে নিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি সম্ভব হয়নি। আমাদের পক্ষে বিষয়টি সহজ ছিল না, তবে আমরা সবকিছু স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছি। সাকিবের এখন যে মানসিক অবস্থা এবং ক্রিকেটে ফিরতে সে নিজেই একটু সময় চেয়েছে।’

বিসিবি সভাপতির কথায় আরও জানা যায়, সাকিব এখন কিছুটা বিশ্রাম নিয়ে টি–টেন লিগ খেলে নিজের ফিটনেস ও ফর্ম যাচাই করতে চান। যদিও বিসিবি এখনো অনাপত্তিপত্র দেয়নি তাঁকে ৷ তবে সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর ও চ্যাম্পিয়নস ট্রফি ভাবনায় রেখে আফগানিস্তান সিরিজে সাকিবকে পাওয়া যাচ্ছে না ৷ ফারুক আহমেদ বলেন, ‘সাকিব যদি সেখান থেকে নিজেকে প্রস্তুত মনে করেন, তবে আগামী সিরিজগুলোয় তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত আফগানিস্তান সিরিজে তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। মনে হচ্ছে এই সফরটা সে মিস করবে।’

শারজায় আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা ৩ নভেম্বর, সিরিজ শুরু ৬ নভেম্বর ৷ দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর, শেষটি ১১ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

স্ত্রী পুরুষ নন—আদালতে প্রমাণ করতে হবে মাখোঁকে

দায়িত্বে অবহেলায় নির্বাচন কর্মকর্তাদের শাস্তি বাড়ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত