সপ্তাহের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দু-ই দেখে ফেলল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে নিয়ে ক্রাইস্টচার্চে খেলতে নামা দলটির কী শোচনীয় অবস্থা! স্বাগতিকদের ৫২১ রানের জবাবে ১২৬ রানে শেষ মুমিনুল হকের দল।
হ্যাগলি ওভালের ঘাসে ভরা প্রাণবন্ত পিচে সুইংয়ের পসরায় বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার নায়ক ট্রেন্ট বোল্ট। বাঁহাতি তারকা পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। পাশাপাশি নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের কীর্তি গড়েছেন।
হাতের তালুর মতোই চেনা কন্ডিশনে বল হাতে নিয়ে দুই দিকেই সুইং করাতে থাকেন বোল্ট। লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের শট খেলতে প্রলুব্ধ করে নেন উইকেট।
আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৩২ বছর বয়সী বোল্ট জানিয়েছেন, শুধু ঘাস নয়; হ্যাগলি ওভালের বাতাসও সুবিধা দিয়েছে তাঁদের, ‘এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। ভিন্ন ভেন্যুতে ভিন্ন দৃশ্যপট। ঘাস ও বাতাস এতে ভূমিকা রেখেছে। আমার মনে হয় শুরুর কয়েক উইকেট ইনিংসের সুর বেঁধে দিয়েছে, ওদের (বাংলাদেশকে) চাপে রাখা গেছে। আমরা যা চেয়েছিলাম, করতে পেরেছি। ওদের সামনের পায়ে (ফ্রন্ট ফুটে) খেলতে বাধ্য করেছি।’
মেহেদী হাসান মিরাজকে দারুণ এক বলে বোল্ড করে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বোল্ট। তাতে তৃপ্ত হলেও ম্যাচ জিতে সিরিজ ড্রয়েই চোখ তাঁর, ‘আমি খুশি। তবে এখনো অর্ধেক কাজ বাকি আছে।’
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকেরা আগামীকাল মুমিনুলদের ফলো-অন করাবে নাকি নিজেরাই ব্যাটিংয়ে নামবে—সেটি আনুষ্ঠানিকভাবে না জানালেও একটা আভাস দিয়ে রেখেছেন বোল্ট, ‘উইকেট কিছুটা ক্ষত তৈরি হয়েছে। নতুন বল হাতে (আগামীকাল) সকালটা দারুণ হওয়ার কথা। আমার মনে হয় এটা ভেবেই ওদের রাত কাটবে।’
সপ্তাহের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দু-ই দেখে ফেলল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে নিয়ে ক্রাইস্টচার্চে খেলতে নামা দলটির কী শোচনীয় অবস্থা! স্বাগতিকদের ৫২১ রানের জবাবে ১২৬ রানে শেষ মুমিনুল হকের দল।
হ্যাগলি ওভালের ঘাসে ভরা প্রাণবন্ত পিচে সুইংয়ের পসরায় বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার নায়ক ট্রেন্ট বোল্ট। বাঁহাতি তারকা পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। পাশাপাশি নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের কীর্তি গড়েছেন।
হাতের তালুর মতোই চেনা কন্ডিশনে বল হাতে নিয়ে দুই দিকেই সুইং করাতে থাকেন বোল্ট। লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের শট খেলতে প্রলুব্ধ করে নেন উইকেট।
আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৩২ বছর বয়সী বোল্ট জানিয়েছেন, শুধু ঘাস নয়; হ্যাগলি ওভালের বাতাসও সুবিধা দিয়েছে তাঁদের, ‘এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। ভিন্ন ভেন্যুতে ভিন্ন দৃশ্যপট। ঘাস ও বাতাস এতে ভূমিকা রেখেছে। আমার মনে হয় শুরুর কয়েক উইকেট ইনিংসের সুর বেঁধে দিয়েছে, ওদের (বাংলাদেশকে) চাপে রাখা গেছে। আমরা যা চেয়েছিলাম, করতে পেরেছি। ওদের সামনের পায়ে (ফ্রন্ট ফুটে) খেলতে বাধ্য করেছি।’
মেহেদী হাসান মিরাজকে দারুণ এক বলে বোল্ড করে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বোল্ট। তাতে তৃপ্ত হলেও ম্যাচ জিতে সিরিজ ড্রয়েই চোখ তাঁর, ‘আমি খুশি। তবে এখনো অর্ধেক কাজ বাকি আছে।’
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকেরা আগামীকাল মুমিনুলদের ফলো-অন করাবে নাকি নিজেরাই ব্যাটিংয়ে নামবে—সেটি আনুষ্ঠানিকভাবে না জানালেও একটা আভাস দিয়ে রেখেছেন বোল্ট, ‘উইকেট কিছুটা ক্ষত তৈরি হয়েছে। নতুন বল হাতে (আগামীকাল) সকালটা দারুণ হওয়ার কথা। আমার মনে হয় এটা ভেবেই ওদের রাত কাটবে।’
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৭ ঘণ্টা আগে