সপ্তাহের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দু-ই দেখে ফেলল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে নিয়ে ক্রাইস্টচার্চে খেলতে নামা দলটির কী শোচনীয় অবস্থা! স্বাগতিকদের ৫২১ রানের জবাবে ১২৬ রানে শেষ মুমিনুল হকের দল।
হ্যাগলি ওভালের ঘাসে ভরা প্রাণবন্ত পিচে সুইংয়ের পসরায় বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার নায়ক ট্রেন্ট বোল্ট। বাঁহাতি তারকা পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। পাশাপাশি নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের কীর্তি গড়েছেন।
হাতের তালুর মতোই চেনা কন্ডিশনে বল হাতে নিয়ে দুই দিকেই সুইং করাতে থাকেন বোল্ট। লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের শট খেলতে প্রলুব্ধ করে নেন উইকেট।
আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৩২ বছর বয়সী বোল্ট জানিয়েছেন, শুধু ঘাস নয়; হ্যাগলি ওভালের বাতাসও সুবিধা দিয়েছে তাঁদের, ‘এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। ভিন্ন ভেন্যুতে ভিন্ন দৃশ্যপট। ঘাস ও বাতাস এতে ভূমিকা রেখেছে। আমার মনে হয় শুরুর কয়েক উইকেট ইনিংসের সুর বেঁধে দিয়েছে, ওদের (বাংলাদেশকে) চাপে রাখা গেছে। আমরা যা চেয়েছিলাম, করতে পেরেছি। ওদের সামনের পায়ে (ফ্রন্ট ফুটে) খেলতে বাধ্য করেছি।’
মেহেদী হাসান মিরাজকে দারুণ এক বলে বোল্ড করে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বোল্ট। তাতে তৃপ্ত হলেও ম্যাচ জিতে সিরিজ ড্রয়েই চোখ তাঁর, ‘আমি খুশি। তবে এখনো অর্ধেক কাজ বাকি আছে।’
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকেরা আগামীকাল মুমিনুলদের ফলো-অন করাবে নাকি নিজেরাই ব্যাটিংয়ে নামবে—সেটি আনুষ্ঠানিকভাবে না জানালেও একটা আভাস দিয়ে রেখেছেন বোল্ট, ‘উইকেট কিছুটা ক্ষত তৈরি হয়েছে। নতুন বল হাতে (আগামীকাল) সকালটা দারুণ হওয়ার কথা। আমার মনে হয় এটা ভেবেই ওদের রাত কাটবে।’
সপ্তাহের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দু-ই দেখে ফেলল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে নিয়ে ক্রাইস্টচার্চে খেলতে নামা দলটির কী শোচনীয় অবস্থা! স্বাগতিকদের ৫২১ রানের জবাবে ১২৬ রানে শেষ মুমিনুল হকের দল।
হ্যাগলি ওভালের ঘাসে ভরা প্রাণবন্ত পিচে সুইংয়ের পসরায় বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার নায়ক ট্রেন্ট বোল্ট। বাঁহাতি তারকা পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। পাশাপাশি নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের কীর্তি গড়েছেন।
হাতের তালুর মতোই চেনা কন্ডিশনে বল হাতে নিয়ে দুই দিকেই সুইং করাতে থাকেন বোল্ট। লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের শট খেলতে প্রলুব্ধ করে নেন উইকেট।
আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৩২ বছর বয়সী বোল্ট জানিয়েছেন, শুধু ঘাস নয়; হ্যাগলি ওভালের বাতাসও সুবিধা দিয়েছে তাঁদের, ‘এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। ভিন্ন ভেন্যুতে ভিন্ন দৃশ্যপট। ঘাস ও বাতাস এতে ভূমিকা রেখেছে। আমার মনে হয় শুরুর কয়েক উইকেট ইনিংসের সুর বেঁধে দিয়েছে, ওদের (বাংলাদেশকে) চাপে রাখা গেছে। আমরা যা চেয়েছিলাম, করতে পেরেছি। ওদের সামনের পায়ে (ফ্রন্ট ফুটে) খেলতে বাধ্য করেছি।’
মেহেদী হাসান মিরাজকে দারুণ এক বলে বোল্ড করে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বোল্ট। তাতে তৃপ্ত হলেও ম্যাচ জিতে সিরিজ ড্রয়েই চোখ তাঁর, ‘আমি খুশি। তবে এখনো অর্ধেক কাজ বাকি আছে।’
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকেরা আগামীকাল মুমিনুলদের ফলো-অন করাবে নাকি নিজেরাই ব্যাটিংয়ে নামবে—সেটি আনুষ্ঠানিকভাবে না জানালেও একটা আভাস দিয়ে রেখেছেন বোল্ট, ‘উইকেট কিছুটা ক্ষত তৈরি হয়েছে। নতুন বল হাতে (আগামীকাল) সকালটা দারুণ হওয়ার কথা। আমার মনে হয় এটা ভেবেই ওদের রাত কাটবে।’
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
১৯ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে