ক্রীড়া ডেস্ক
সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছিলেন হারজাস সিং। অ্যাশফিল্ডের প্রাটেন পার্কে আজ ৫০ ওভারের টুর্নামেন্টে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বোলারদের তুলাধোনা করেছেন এই ভারতীয় বংশোদভূত ক্রিকেটার। মাত্র ১৩২ বলে ত্রিপল সেঞ্চুরির দেখা পান তিনি।
২০০৫ সালে সিডনিতে জন্ম হারজাসের। তাঁর মা-বাবা ভারতীয়। ২০০০ সালে ভারতের চন্ডীগড় থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তাঁরা। মাত্র ৮ বছর বয়সে ক্রিকেট শুরু করা হারজাস গত বছর যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন। ফাইনালে বাপ-দাদার দেশ ভারতের বিপক্ষে ৬৪ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। এবার অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এলেন হারজাস।
৩ নম্বর ব্যাটার হিসেবে ইনিংসের ১১তম ওভারে ক্রিজে আসেন হারজাস। প্রথম রানের দেখা পেতে পঞ্চম বল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁকে। ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে যেতে খেলেন ৭৪ বল। অর্থাৎ ফিফটি থেকে সেঞ্চুরি করতে কিছুটা ধীরগতির ব্যাটিং করেন হারজাস। তবে শতকের পর সিডনির বোলারদের ওপর ব্যাট হাতে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেন।
সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি করতে মাত্র ২৯ বল খেলেন হারজাস। পরের ১০০ রান করতেও সমান বল খেলেন অস্ট্রেলিয়ার হয়ে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। ত্রিপল সেঞ্চুরির করার পথে শেষ ৩ বলে টানা ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ১৪১ বলে ৩১৪ রান করেন হারজাস। এই ইনিংসে ৩৫ ছয়ের পাশাপাশি ১৪টি চার মারেন তিনি। ২৬৬ রানই করেন বাউন্ডারি থেকে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৮৩ রানের পুঁজি পায় তাঁর দল ওয়েস্টার্ন। জবাবে ২৮৭ রানের বেশি করতে পারেনি সিডনি।
ত্রিপল সেঞ্চুরি করেও লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতে পারেননি হারজাস। কারণ, সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেট লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি পায়নি। তাই ভারতীয় ক্রিকেটার নারায়ণ জগদিমানের রেকর্ড অক্ষতই থাকল। ২০২২ সালে তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেন এই ক্রিকেটার।
সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছিলেন হারজাস সিং। অ্যাশফিল্ডের প্রাটেন পার্কে আজ ৫০ ওভারের টুর্নামেন্টে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বোলারদের তুলাধোনা করেছেন এই ভারতীয় বংশোদভূত ক্রিকেটার। মাত্র ১৩২ বলে ত্রিপল সেঞ্চুরির দেখা পান তিনি।
২০০৫ সালে সিডনিতে জন্ম হারজাসের। তাঁর মা-বাবা ভারতীয়। ২০০০ সালে ভারতের চন্ডীগড় থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তাঁরা। মাত্র ৮ বছর বয়সে ক্রিকেট শুরু করা হারজাস গত বছর যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন। ফাইনালে বাপ-দাদার দেশ ভারতের বিপক্ষে ৬৪ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। এবার অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এলেন হারজাস।
৩ নম্বর ব্যাটার হিসেবে ইনিংসের ১১তম ওভারে ক্রিজে আসেন হারজাস। প্রথম রানের দেখা পেতে পঞ্চম বল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁকে। ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে যেতে খেলেন ৭৪ বল। অর্থাৎ ফিফটি থেকে সেঞ্চুরি করতে কিছুটা ধীরগতির ব্যাটিং করেন হারজাস। তবে শতকের পর সিডনির বোলারদের ওপর ব্যাট হাতে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেন।
সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি করতে মাত্র ২৯ বল খেলেন হারজাস। পরের ১০০ রান করতেও সমান বল খেলেন অস্ট্রেলিয়ার হয়ে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। ত্রিপল সেঞ্চুরির করার পথে শেষ ৩ বলে টানা ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ১৪১ বলে ৩১৪ রান করেন হারজাস। এই ইনিংসে ৩৫ ছয়ের পাশাপাশি ১৪টি চার মারেন তিনি। ২৬৬ রানই করেন বাউন্ডারি থেকে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৮৩ রানের পুঁজি পায় তাঁর দল ওয়েস্টার্ন। জবাবে ২৮৭ রানের বেশি করতে পারেনি সিডনি।
ত্রিপল সেঞ্চুরি করেও লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতে পারেননি হারজাস। কারণ, সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেট লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি পায়নি। তাই ভারতীয় ক্রিকেটার নারায়ণ জগদিমানের রেকর্ড অক্ষতই থাকল। ২০২২ সালে তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেন এই ক্রিকেটার।
মেজর লিগ সকারে (এমএলএস) সর্বশেষ ম্যাচে শিকাগোর কাছে ৫-৩ গোলে হেরে যায় ইন্টার মায়ামি। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, সেই ম্যাচে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন লিওনেল মেসি ও প্রধান কোচ হ্যাভিয়ের মাসচেরানো। তবে গণমাধ্যমের এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মায়ামি কোচ। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে২০০৫ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দেখতে দেখতেই শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে এই উইকেটরক্ষক ব্যাটার। সাদা পোশাকের ক্রিকেটে এখন পর্যন্ত খেলেছেন ৯৮ ম্যাচ। সবকিছু ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে...
৪ ঘণ্টা আগেভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান গিল। তাতে নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মা। যেটা ভালো লাগেনি হরভজন সিংয়ের কাছে। রোহিত ওয়ানডের অধিনায়কত্ব হারানোয় অবাক হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে উত্তাপ আরও বেড়েছে। কাল বাদে পরশু ভোটের লড়াই। এর আগে অভিযোগ-পাল্টা অভিযোগের খেলা যেন থামার নামই নিচ্ছে না। এবার নির্বাচন বাতিল না করলে লিগ বর্জনের হুঁশিয়ারি দিয়েছে আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাব।
৬ ঘণ্টা আগে