পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে পালাবদলের পর থেকে চলছে একের পর এক আলোচনা। রমিজ রাজা, নাজাম শেঠি প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। এবার শেঠিকে একহাত নিলেন রমিজ।
গত বৃহস্পতিবার পিসিবির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রমিজ। এরপরই পিসিবি প্রধানের পদে বসেন শেঠি। শেঠি এসেই পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। রমিজের মতে, শেঠি ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। শেঠি সম্বন্ধে রমিজ বলেন, ‘নাজাম শেঠি জানেই না যে কয়মাস তাকে (শেঠি) পিসিবিতে থাকতে হবে। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে পিসিবিতে শুধু ক্ষমতা চায়।’
শেঠি পিসিবি প্রধান হওয়ার পেছনে রাজনীতির দিকে ইঙ্গিত করলেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘নাজাম শেঠিকে ক্ষমতায় বসাতে পাকিস্তান সরকার সংবিধানে পরিবর্তন এনেছে। আমি এমনটা আমার জীবনে দেখিনি। ক্রিকেটে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত না। ক্রিকেটারদের এতে অসম্মান করা হয়।’
বরখাস্ত করার পর তাঁর সঙ্গে বাজে ব্যবহার করার কথাও বলেছেন রমিজ। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, গতকাল তিনি তাঁর ইউটিউব চ্যানেলে লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে তিনি এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে এক প্রকার আক্রমণই তারা করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ার সুযোগও দেয়নি তারা।সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। মনে হচ্ছিল যেন অফিস তল্লাশি করতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে পালাবদলের পর থেকে চলছে একের পর এক আলোচনা। রমিজ রাজা, নাজাম শেঠি প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। এবার শেঠিকে একহাত নিলেন রমিজ।
গত বৃহস্পতিবার পিসিবির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রমিজ। এরপরই পিসিবি প্রধানের পদে বসেন শেঠি। শেঠি এসেই পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। রমিজের মতে, শেঠি ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। শেঠি সম্বন্ধে রমিজ বলেন, ‘নাজাম শেঠি জানেই না যে কয়মাস তাকে (শেঠি) পিসিবিতে থাকতে হবে। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে পিসিবিতে শুধু ক্ষমতা চায়।’
শেঠি পিসিবি প্রধান হওয়ার পেছনে রাজনীতির দিকে ইঙ্গিত করলেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘নাজাম শেঠিকে ক্ষমতায় বসাতে পাকিস্তান সরকার সংবিধানে পরিবর্তন এনেছে। আমি এমনটা আমার জীবনে দেখিনি। ক্রিকেটে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত না। ক্রিকেটারদের এতে অসম্মান করা হয়।’
বরখাস্ত করার পর তাঁর সঙ্গে বাজে ব্যবহার করার কথাও বলেছেন রমিজ। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, গতকাল তিনি তাঁর ইউটিউব চ্যানেলে লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে তিনি এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে এক প্রকার আক্রমণই তারা করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ার সুযোগও দেয়নি তারা।সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। মনে হচ্ছিল যেন অফিস তল্লাশি করতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১৩ ঘণ্টা আগে