ক্রীড়া ডেস্ক
বড় মঞ্চে কী করতে পারেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা দেখিয়েছেন রিশাদ হোসেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের লেগ স্পিনারের জন্য হতে যাচ্ছে দ্বিতীয় আইসিসি ইভেন্ট। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে রিশাদকে ‘গেম চেঞ্জার’ মনে করছে বাংলাদেশ।
২০২৩-এর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর রিশাদ শুধুই সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। তবে টি-টোয়েন্টিতে তিনি যতটা কার্যকরী, ওয়ানডেতে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৭ ওয়ানডেতে ৬.০৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। পরিসংখ্যান রিশাদের পক্ষে কথা না বললেও তাঁর ওপর ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকাররা। আইসিসি গতকাল রাতে একটি রিলস প্রকাশ করেছে। সেখানে রিশাদকে নিয়ে সৌম্য বলেছেন, ‘রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে ক্যামিও ইনিংস খেলতে পারেন রিশাদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সঙ্গে খেলায় রিশাদের সামর্থ্য আরও ভালোমতো বুঝতে পেরেছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের মতে রিশাদের ব্যাটিংটাও চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে দেবে। আইসিসির গতকাল প্রকাশিত রিলসে বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘আমাদের জন্য রিশাদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সে বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। ব্যাটিংয়ে রান করেও অবদান রাখে।’
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, পাকিস্তান-এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের পিচ কতটা ব্যাটিং বান্ধব, সেটা কদিন আগে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বোঝা গেছে। পাকিস্তানের ব্যাটিং মহাসড়কে রিশাদের মতো লেগ স্পিনার প্রয়োজন বলে মনে করেন শান্ত। আইসিসির প্রকাশিত রিলসে গতকাল বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রিশাদের বোলিং ভালো করলে টুর্নামেন্টে আমরা ভালো করব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো, সেটা আমরা জানি। রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’
২০২৪-এর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এই তালিকায় দুইয়ে থাকা সাকিব ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পেয়েছিলেন ১১ উইকেট।
বড় মঞ্চে কী করতে পারেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা দেখিয়েছেন রিশাদ হোসেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের লেগ স্পিনারের জন্য হতে যাচ্ছে দ্বিতীয় আইসিসি ইভেন্ট। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে রিশাদকে ‘গেম চেঞ্জার’ মনে করছে বাংলাদেশ।
২০২৩-এর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর রিশাদ শুধুই সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। তবে টি-টোয়েন্টিতে তিনি যতটা কার্যকরী, ওয়ানডেতে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৭ ওয়ানডেতে ৬.০৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। পরিসংখ্যান রিশাদের পক্ষে কথা না বললেও তাঁর ওপর ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকাররা। আইসিসি গতকাল রাতে একটি রিলস প্রকাশ করেছে। সেখানে রিশাদকে নিয়ে সৌম্য বলেছেন, ‘রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে ক্যামিও ইনিংস খেলতে পারেন রিশাদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সঙ্গে খেলায় রিশাদের সামর্থ্য আরও ভালোমতো বুঝতে পেরেছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের মতে রিশাদের ব্যাটিংটাও চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে দেবে। আইসিসির গতকাল প্রকাশিত রিলসে বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘আমাদের জন্য রিশাদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সে বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। ব্যাটিংয়ে রান করেও অবদান রাখে।’
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, পাকিস্তান-এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের পিচ কতটা ব্যাটিং বান্ধব, সেটা কদিন আগে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বোঝা গেছে। পাকিস্তানের ব্যাটিং মহাসড়কে রিশাদের মতো লেগ স্পিনার প্রয়োজন বলে মনে করেন শান্ত। আইসিসির প্রকাশিত রিলসে গতকাল বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রিশাদের বোলিং ভালো করলে টুর্নামেন্টে আমরা ভালো করব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো, সেটা আমরা জানি। রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’
২০২৪-এর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এই তালিকায় দুইয়ে থাকা সাকিব ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পেয়েছিলেন ১১ উইকেট।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে