Ajker Patrika

বিসিবি সভাপতি পদে তাহলে তামিম-বুলবুল লড়াই

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সেই নির্বাচন নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। আমিনুল ইসলাম বুলবুলকেও এটা নিয়ে অনেকবার কথা বলতে হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দল এখন সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। সিলেট জেলা স্টেডিয়াম ঘুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুলবুল। আগামী সপ্তাহে বিসিবির প্রধান হিসেবে তিনি নির্বাচন করবেন কি না এবং এই নির্বাচন কতটা চ্যালেঞ্জিং হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের ফাহিম ভাই এরই মধ্যে ঘোষণা করেছেন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। ঠিকভাবেই নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালক নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয়, দেশের ক্রিকেটের উন্নয়নে চেষ্টা করব।’

বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আছেন তামিম ইকবালও। তামিম এরই মধ্যে বিসিবির নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সে ক্ষেত্রে তামিম-বুলবুলের লড়াই দেখা যেতে পারে বিসিবি সভাপতি হওয়ার লড়াইয়ে।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে পরিচালক পদ পাওয়া ফারুকের মনোনয়ন বাতিল করা হয়েছে ২৯ মে। গত বছরের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন তিনি। যে উপায়ে সভাপতি হয়েছিলেন, ১০ মাস পর একই সূত্রে তিনি সভাপতির পদও হারালেন। ফারুকের পরিবর্তে নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। ৩০ মে এনএসসি মনোনীত পরিচালক হয়ে বুলবুল বিসিবি সভাপতি হয়েছিলেন।

বুলবুল যখন ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন, তখন বলেছিলেন, ‘একটা দ্রুতগতির টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি’। লম্বা সময় বোর্ডে থাকার পরিকল্পনাও নেই বলে তখন জানিয়েছিলেন তিনি। এদিকে চট্টগ্রামে ২৮ আগস্ট আঞ্চলিক টি–টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে বুলবুল বলেছিলেন, ‘নির্বাচন হলে মানুষ সঠিক ব্যক্তিকে বেছে নেয়। আমি হঠাৎ করেই এখানে এসেছি, দায়িত্ব নিয়েছি। এর আগে আমার স্থায়ী চাকরি ছিল। সেটা ছেড়ে দেশের জন্য এসেছি। যতদিন সম্ভব দেশের জন্য কাজ করে যাব। এরপর কী হবে, সেটা আমার হাতে নেই। আমি আর ফাহিম ভাই দুজনই এনএসসির মনোনীত কাউন্সিলর। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করবে, এরপর বোর্ড গঠন করা হবে, তারপর পরিচালকেরা ভোট দিয়ে সভাপতি বানাবেন। এটা এখনো অনেক দূরের বিষয়।’ এক সপ্তাহ না যেতেই বুলবুল আজ বিসিবিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

সিলেট জেলা স্টেডিয়াম ঘুরে দেখে বুলবুল বুঝতে পেরেছেন, এটি ক্রিকেট-ফুটবল দুই ধরনের মাঠ হিসেবেই ব্যবহার করা যায়। তাঁর চাওয়া অন্তত ক্রিকেটের সময় যেন মাঠটা ক্রিকেট উপযোগী থাকে। বিসিবি সভাপতি বলেন,‘মাল্টিপারপাস স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে ফুটবলও খেলা হচ্ছে। ক্রিকেটও খেলা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মতো অত মসৃণ আশাও করি না। যেহেতু এখানে দুটো খেলা হয়। যখন ক্রিকেট খেলা হবে, তখন ক্রিকেটের মতো করে যতটা সম্ভব ক্রিকেট উপযোগী করা। বিশেষ করে মাঝখানে অনুশীলনের যে পিচগুলো এবং আউটফিল্ডটা যতটা সেভাবে করা যায়। ভালো প্রতিযোগিতামূলক খেলা যেন এখানে হয়।’

নেদারল্যান্ডসের ব্যাটিং যেমনই হোক, বাংলাদেশ প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ১০.২২ ও ৭.৮৯ রানরেটে ব্যাটিং করে। স্পোর্টিং উইকেটের এই স্টেডিয়ামে আগামীকাল লিটন দাস-তানজিদ হাসান তামিমরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত